এইদিন ওয়েবডেস্ক,দুবাই,০৮ সেপ্টেম্বর : পাকিস্তান আফগানিস্থানের মধ্যে তুমুল সংঘর্ষ ঘটল । তবে এই সংঘর্ষটি দু’দেশের সেনার মধ্যে হয়নি । বরঞ্চ বুধবার শারজাহর ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারিতে বেধে যায় এই সংঘর্ষ । চড়,ঘুঁষি,লাথি তো ছিলই, পাশাপাশি গ্যালারির চেয়ার তুলে নিয়ে একে অপরের ওপরে ঝাঁপিয়ে পড়তে দেখা যায় । তবে খবর, মাঠের মধ্যে এক খেলোয়াড় আক্রান্ত হওয়ায় ক্ষিপ্ত আফগানিরা বেদম পিটিয়েছে পাকিস্থান ক্রিকেট দলের সমর্থকদের ।
বুধবার সুপার ফোরে টানটান উত্তেজনাপূর্ন ম্যাচে আফগানিস্তানকে ১ উইকেটে হারিয়েছে পাকিস্থান । আগে ব্যাট করে ১২৯ রানের লক্ষ্য রাখে আফগানিস্তান । আর এই অল্প পুঁজি নিয়েই পাকিস্তানের ভীত নাড়িয়ে দিয়েছিল মোহাম্মদ নবির দল । কিন্তু শেষ হাসি হাসে পাকিস্থান । শেষ ওভারের প্রথম দুই বলে টানা ছক্কা হাঁকিয়ে দলকে রুদ্ধশ্বাস জয় এনে দেন পাকিস্থানি তরুণ পেসার নাসিম ।
কিন্তু পাকিস্তানের ইনিংসের ১৯ তম ওভারে দু’দলের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে । ওই ওভারে আফগানিস্তানের বোলার ফরিদ আহমেদ পাকিস্তানি ব্যাটসম্যান আসিফ আলিকে আউট করেন । আউট হওয়ার পর আসিফ আলি যখন প্যাভিলিয়ন ফিরছিলেন তখন ফরিদ আহমেদে তাঁকে কিছু একটা মন্তব্য করেন । আর এরপরেই আসিফ আলি ক্ষিপ্ত হয়ে আফগান বোলারকে ধাক্কা দেন । ব্যাট উঁচিয়ে তাঁর দিকে তেড়ে যেতেও দেখা যায় ।আন্তর্জাতিক মঞ্চে একজন পাকিস্তানের খেলোয়াড়ের এহেন নজিরবিহীন আচরণে নিন্দার ঝড় ওঠে ।
এদিকে মাঠের উত্তাপ এসে পৌঁছায় স্টেডিয়ামের গ্যালারিতে । ম্যাচে শেষে পাকিস্তানের সমর্থকরা উল্লাস দেখাতে শুরু করলে পাশে বসে থাকা আফগান সমর্থকরা তাদের উপর হামলা করে দেয় । শুরু হয় দুই দেশের সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ । আফগানিরা স্টেডিয়ামের চেয়ার উপড়ে পাকিস্তানি সমর্থকদের দিকে ছুঁড়ে মারতে শুরু করে। এমনকি কয়েকজন পাকিস্থানি সমর্থককে চেয়ার দিয়ে তারা বেদম পিটিয়ে দেয় । আফগানি সমর্থকদের রুদ্র রূপ দেখে শেষে পিছু হটে পাকিস্থানিরা ।।