এইদিন আন্তর্জাতিক ডেস্ক,১৩ অক্টোবর : গাজায় তুমুল সংঘর্ষে জড়াল ফিলিস্তিনি সন্ত্রাসী সংগঠন হামাস ও হামাস বিরোধী গোষ্ঠী স্থানীয় দুগমুশ গোত্রের সশস্ত্র যোদ্ধারা । হামাস পরিচালিত গাজার হাসপাতাল সূত্রে জানা গেছে, এই সংঘর্ষে দুগমুশ গোত্রের ১৯ জন যোদ্ধা ও ৮ জন হামাস সন্ত্রাসীর মৃত্যু হয়েছে । দক্ষিণ গাজা সিটিতে জর্ডানিয়ান হাসপাতালের কাছে এই সংঘর্ষ হয় বলে জানা গেছে । এটি সম্প্রতি ইসরায়েলের বড় সামরিক অভিযানের পর এই অঞ্চলে সংঘটিত সহিংস অভ্যন্তরীণ সংঘাতগুলোর মধ্যে অন্যতম।
গাজায় হামাস পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন বরিষ্ঠ কর্মকর্তা বলেন, ‘নিরাপত্তা বাহিনীর বিভিন্ন শাখার সদস্যরা শহরের ভেতরে অবস্থানরত সশস্ত্র গোষ্ঠীর একদল সদস্যকে ঘিরে ফেলেন। তাঁদের গ্রেপ্তারের সময় উভয় পক্ষ তীব্র লড়াইয়ে জড়িয়ে পড়ে। এ সময় সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিরাপত্তা বাহিনীর আট সদস্য নিহত হন।’
তেল আল-হাওয়ার একটি আবাসিক ভবনে দুগমুশ যোদ্ধারা অবস্থান করছেন, এমন খবর পেয়ে হামাসের তিন শতাধিক সন্ত্রাসী সেখানে অভিযানে যায় । এ সময় দুগমুশ সদস্যদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের জন্য উভয় পক্ষই একে অপরকে দায়ী করেছে।
এদিকে দুই পক্ষের তীব্র গোলাগুলির মধ্যে আতঙ্কে অসংখ্য পরিবার ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায়। তাদের অনেকেই ইসরায়েলি বাহিনীর হামলার কারণে একাধিকবার বাস্তুচ্যুত হয়েছে।।

