এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,০৭ এপ্রিল : বাঁকুড়ায় দুই হনুমানের মারামারির মাঝে পড়ে প্রাণ গেল এক বৃদ্ধের । বৃহস্পতিবার সকালে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার গঙ্গাজলঘাটি রেঞ্জের লালপুর গ্রামে । নিহত বৃদ্ধের নাম কানাইলাল কুন্ডু(৮২) । ঘটনার পর থেকে ব্যপক আতঙ্কে রয়েছেন গ্রামবাসী । পরে খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা ওই গ্রামে গিয়ে ঘুমপাড়ানি গুলি ছুড়ে হনুমান দুটি ধরতে তৎপর হয়।
স্থানীয় সুত্রে জানা গেছে, দিন চারেক আগে লালপুর গ্রামে আবির্ভাব হয় হনুমান দুটির । তারপর থেকে তারা গ্রামেই রয়ে গেছে । এদিন সকালে দুই বীর হনুমানের মধ্যে তুমুল মারামারি বেধে যায় । সেই সময় ওই রাস্তা দিয়েই যাচ্ছিলেন অশীতিপর বৃদ্ধ কানাইলাল কুন্ডু । তখন হনুমানদুটি নিজেদের মধ্যে মারামারি ভুলে ওই বৃদ্ধের উপর হামলা করে দেয় । তারা বৃদ্ধকে এলোপাথাড়ি আঁচড়াতে,কামড়াতে শুরু করে । এই দেখে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে ছুটে আসে । তারা হনুমানদুটিকে লাঠিসোঁটা দেখিয়ে তাড়িয়ে দিয়ে ওই বৃদ্ধকে উদ্ধার করে । তড়িঘড়ি জখম বৃদ্ধকে নিয়ে যাওয়া হয় অমরকানন গ্রামীণ হাসপাতালে । কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।।