এইদিন ওয়েবডেস্ক,বর্ধমান,২৩ মে : ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষায় অভাবনীয় সাফল্য পেয়েছে পূর্ব বর্ধমান জেলা । রাজ্যের মধ্যে প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারী দু’জনেই বর্ধমানের পড়ুয়া । মাদ্রাসা বোর্ডের পরীক্ষাতেও সাফল্য পেয়েছে পূর্ব বর্ধমান জেলা । মেধা তালিকায় জায়গা করে নিয়েছে একাধিক পরীক্ষার্থী । ফলাফল ঘোষণার পর থেকেই শুভেচ্ছার বন্যায় ভাসছে কৃতি পড়ুয়ারা ।
মাধ্যমিকে পশ্চিমবঙ্গের মধ্যে দ্বিতীয় স্থানাধিকারী শুভম পাল এবং মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় সপ্তম স্থানাধিকারী মহম্মদ সাদকে মঙ্গলবার সংবর্ধনা জানালো বর্ধমান শহরের একটি স্বেচ্ছাসেবী সংগঠন । দু:স্থ শিশুদের সাহায্যার্থে গড়ে ওঠা বর্ধমান শহরের নবাবহাটের ‘আমার পাঠশালা’ নামে ওই সংস্থার তরফ থেকে দুই কৃতি ছাত্রের হাতে স্মারক,মিষ্টি, গাছের চারা প্রভৃতি তুলে দিয়ে সংবর্ধনা জানানো হয় । উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি মিন্টু পান্ডে,সহ সভাপতি মোশারফ হোসেন, সম্পাদক সন্দীপ পাঠক, সহ সম্পাদক তপন পাল,অতনু ঘোষ প্রমুখ । সন্দীপ পাঠক বলেন,’আমরা শুভম পাল এবং মহম্মদ সাদের মতো কৃতী ছাত্রদের সংবর্ধিত করতে পেরে আনন্দিত । ওই দুই মেধাবী পড়ুয়ার উজ্জ্বল ভবিষ্যৎ-এর জন্য ‘আমার পাঠশালা’র পক্ষ থেকে শুভকামনা জানাই ।।