এইদিন ওয়েবডেস্ক,পেশোয়ার,১৯ সেপ্টেম্বর : কখনও বিমানের মেঝে বসে নামাজ পড়া,কখনও খালি গায়ে এক সিট থেকে অন্য সিট লাফিয়ে বেড়াচ্ছিল বছর ত্রিশের এক পাকিস্তানি যুবক । প্রতিবাদ করলেও সে সহযাত্রীদের সঙ্গে রীতিমতো দুর্ব্যবহার করে । এমনকি মাঝ আকাশে বিমানের জানালায় লাথি মেরে কাঁচও ভেঙে দেয় । ঘটনাটি ঘটে পেশোয়ার থেকে দুবাইগামী পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) ফ্লাইটে ।
তার এই প্রকার উৎপাতে অতিষ্ট হয়ে তাকে বেঁধে রাখতে বাধ্য হয় ক্রু মেম্বাররা । শেষে ওই যাত্রীকে দুবাই কর্তৃপক্ষ আটক করে পাকিস্তানে ফেরত পাঠাতে বাধ্য হয় ।
পেশোয়ার থেকে দুবাইগামী পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) ফ্লাইট PK-283-তে উঠেছিলেন ওই ব্যক্তি । বিমানটি যখন মাঝ আকাশে সেই সময় নিজের সিট ছেড়ে উঠে পরে । তারপর জামা খুলে ফ্লাইটের আসনগুলিতে লাথি ও ঘুষি মারতে শুরু করে । অন্যরা নিষেধ করলে গালিগালাজ করে । এরই মধ্যে বিমানের মেঝেতে বসে তারস্বরে নামাজ পড়তে থাকে । নামাজ পড়া হলে সে মেঝের উপর উবুর হয়ে শুয়ে পড়ে । এরপর কেবিন ক্রু এসে তাকে মেঝে থেকে তোলে । এরপর ওই পাকিস্থানি যুবক বিমানের জানালায় লাথি মেরে কাঁচ ভেঙে দেয় । শেষে বাধ্য হয়ে ওই ব্যক্তির হাত-পা বেঁধে দেয় ক্রু মেম্বাররা ।
জানা গেছে,দুবাইতে ফ্লাইটটি অবতরণের পর বিমান যাত্রীকে নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করে । তারপরে স্থানীয় কর্তৃপক্ষ পিআইএকে বিষয়টি জানায় । শেষে ইসলামাবাদ থেকে ২ সদস্যের একটি দল গিয়ে তাকে দেশে ফেরত আনে ।।