এইদিন স্পোর্টস নিউজ,২২ নভেম্বর : ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র শেহবাগ কোনও বোলারের দুঃস্বপ্ন ছিলেন। তার ছেলে আর্যবীরের যাত্রা তার বাবার মতোই বোলারদের ত্রাস হবেন বলে অনেকে মনে করছেন । কুট্টিথারাম কোচবিহার ট্রফি অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেছেন আর্যবীর শেহবাগ । শেহবাগ আগেই বলেছিলেন যে তার ছেলে আইপিএল নির্বাচনের জন্য চেষ্টা শুরু করেছে। ডাবল সেঞ্চুরির পর ছেলে আইপিএলে সুযোগ পাওয়ার বিষয়ে তিনি আশাবাদী ।
মেঘালয়ের বিরুদ্ধে দিল্লির হয়ে ওপেনার হিসেবে মাঠে নেমেছিলেন আর্যবীর। দ্বিতীয় দিনে যখন খেলা বন্ধ করা হয়, তখন আর্যবীর শেহবাগের খাতায় ২২৯ বলে ২০০ রান যোগ হয়েছে । বোলাররা আর্যবীরকে আউট করতে পারেনি। আর্যবীরের ডাবল সেঞ্চুরিতে ছিল ৩৪টি চার ও ২টি ছক্কা। তার সাথে ইনিংস শুরু করা অর্ণব বুগা ১১৪ রান করেন। ৯৮ রান করা ধন্য নকরা বর্তমানে আর্যবীরের সাথে ক্রিজে আছেন। দিল্লি বর্তমানে ২ উইকেটে ৪৬৮ রান করেছে । প্রথম ইনিংসে মেঘালয় ২৬০ রান করে । আর্যবীর ২০২৪ সালে দিল্লির হয়ে তার ঘরোয়া অভিষেক শুরু করেছিল ।।