এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),০৮ ডিসেম্বর : , তুচ্ছ ঘটনা নিয়ে ঝামেলার জেরে কিশোর ছেলের হাতে খুন হলেন বাবা । আজ শুক্রবার সকালে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার বামুনাড়া গ্রামে। মৃত ব্যক্তির নাম বাপন মাজি(৪৫)। পুলিশ ঘাতক ছেলে কালী মাজি (১৭)কে গ্রেফতার করেছে। ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির(আইপিসি) সুনির্দিষ্ট ধারায় মামলা রজু করেছে পুলিশ ।
জানা গেছে,বামুনাড়া গ্রামের বাবুপাড়ায় বাড়ি মৃত বাপন মাজির । তিনি পেশায় জনমজুরের কাজ করতেন । কালী তার একমাত্র ছেলে । এছাড়া এক মেয়ে আছে তাঁর, মেয়ের বিয়ে হয়ে গেছে । স্ত্রী চম্পা মাঝি ও ছেলে কালীকে নিয়ে ছিল তার সংসার ।
স্থানীয় সূত্রে খবর,বাড়ির আবর্জনা পরিষ্কার করা নিয়ে ঝামেলার সূত্রপাত । এনিয়ে এদিন সকালে বাপন ও চম্পাদেবীর মধ্যে তুমুল বাকবিতন্ডা শুরু হয় । ক্রমে তা হাতাহাতিতে গড়ায় । সেই সময় কালী মায়ের পক্ষ নিলে বাবা ও ছেলের মধ্যে হাতাহাতি বেধে যায় । প্রতিবেশীরা ছুটে এসে তাদের ছাড়িয়ে দিয়ে যে যার বাড়ি ফিরে যায় । কিন্তু প্রতিবেশীরা চলে যেতেই বাপন একটি বটি নিয়ে ছেলের দিকে তেড়ে যায় । তখন কালী গাছের একটা ডাল কুড়িয়ে বাবার মুখোমুখি দাঁড়িয়ে পড়ে ।
স্থানীয় বাসিন্দা রবি ধাড়া বলেন,’ঘটনার সময় আমি কাজে গিয়েছিলাম । বাড়ি ফিরে এসে শুনতে পাই যে আমার স্ত্রী ছুটে গিয়ে বাপন ও কালীকে থামানোর চেষ্টা করে । সেই সময় কালী তার হাতে থাকা গাছের ডালটি দিয়ে তার বাবার মাথায় সজোরে আঘাত করে । রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে বাপন । তাকে উদ্ধার করে তড়িঘড়ি ভাতার হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে ।’
ঘটনার পর ঘাতক ছেলেকে গ্রেফতার করে পুলিশ । পাশাপাশি মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় । ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।।