এইদিন ওয়েবডেস্ক,ভোপাল (মধ্যপ্রদেশ),২০ জানুয়ারী : যমজ কন্যা সন্তানের জন্ম হওয়ায় নদীতে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হল বাবা । ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভোপালের ভারাশিভানি থানার অন্তর্গত দিনিপুনি গ্রামে । নিহতের নাম বাসুদেব পাটলে (৩৫) । বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টা নাগাদ তিনি ভাইগঙ্গা নদীর সেতুতে উঠে মোবাইল ফোনে কথা বলার সময় আচমকা নদীর জলে ঝাঁপিয়ে পড়েন । স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। রাতে দুই ঘণ্টা তল্লাশি চালালেও ওই ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি । বৃহস্পতিবার সকাল ৭টা থেকে আবারও তল্লাশি অভিযান শুরু হয় । শেষে দুপুর ১২টার দিকে উদ্ধারকারী দল যুবকের মৃতদেহটি উদ্ধার করে ।
নিহতের আত্মীয় রাজারাম পাটলে জানিয়েছেন, বাসুদেবের ইতিমধ্যেই দুটি কন্যা আস্থা (৬) এবং অমালি (৪) রয়েছে । বুধবার জেলা হাসপাতালে দুই কন্যা সন্তানের জন্ম দেন তার স্ত্রী। তারপর থেকেই তিনি চাপে ছিলেন । জানা গেছে,বাবা মায়ের একমাত্র সন্তান ছিলেন বাসুদেব পাটলে । প্রায় ১৪ একর কৃষি জমি ছিল তাঁর । বছরে দু’বার চাষবাসের পাশাপাশি তিনি টাইলস ও মার্বেল বসানোর কারিগরের কাজ করতেন । মার্বেল বসানোর কাজ থেকে দৈনিক গড়ে ৫০০ টাকা রোজগার করতেন তিনি । ফলে আর্থিকভাবে স্বচ্ছল ছিলেন তিনি । তারপরেও বাসুদেববাবু আত্মঘাতী হওয়ায় সন্দেহের সৃষ্টি হয়েছে । পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে ।।