এইদিন ওয়েবডেস্ক,যশোর,২৩ নভেম্বর : ফের মানবতাকে লজ্জিত করার মত ঘটনার খবর পাওয়া গেছে বাংলাদেশে । পিতা-পুত্রীর পবিত্র সম্পর্ককেও কালিমালিপ্ত করে দিল বাংলাদেশের যশোরের আসলাম গাজীকে (৪০) নামে এক রিক্সা চালক । স্ত্রীর অনুপস্থিতির সুযোগে নিজের ১৩ বছরের কিশোরী কন্যাকে লালসার শিকার বানালো ওই নরপশু । নির্যাতিতার মায়ের অভিযোগের ভিত্তিতে শনিবার (২২ নভেম্বর) বিকেলে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ । মেয়েটি বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
বাংলাদেশের সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, নির্যাতিতার মা জানিয়েছেন, তারা যশোর সদর উপজেলার চাচড়া বাজার এলাকায় ভাড়াবাড়িতে বসবাস করেন। তার স্বামী আসলাম গাজী একজন রিকশা চালক। বৃহস্পতিবার সকালে তিনি বাবার বাড়ি বেড়াতে যান। তার অনুপস্থিতিতে রাতে তার কন্যাকে ধর্ষণ করে স্বামী আসলাম গাজী। শুক্রবার বাড়িতে ফিরে মেয়ে কাছ থেকে ঘটনাটি জানতে পারেন। এ ঘটনায় শনিবার তিনি কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।
হাসপাতালের গাইনী ওয়ার্ডে দায়িত্বরত চিকিৎসক তানিয়া আক্তার জানান, ডাক্তারি পরীক্ষার জন্য মেয়েটির শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার পর ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, শিশু কন্যাকে ধর্ষণের বাবা আসলাম গাজীকে গ্রেপ্তার করা হয়েছে। ওই শিশুর মা তার স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে থানায় মামলা করেছেন।।

