প্রদীপ চট্টোপধ্যায়,বর্ধমান,১১ সেপ্টেম্বর : মেয়ের জন্মের জাল শংসাপত্র দেখিয়ে নামের বানান সংশোধন করাতে গিয়ে গ্রেপ্তার হলেন বাবা। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কালনায় । ধৃতের নাম রণজিৎ বিশ্বাস। তাঁর বাড়ি নদীয়া জেলার শান্তপুর থান এলাকায় । কালনা থানার পুলিশ তকে গ্রপ্তার করে রবিবার কালনা মহকুমা মহকুমা আদালতে পেশ করে। জাল জন্ম সার্টফিকেট তৈরি চক্রের আরও কার কারা যুক্ত রয়েছে সেই তথ্য উদ্ধারের জন্য তদন্তকারী অফিসার এদিন ধৃতকে নিজেদের হেপাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায়। বিচারক ধৃতকে তিন দিনের পুলিশী হেপাজতের নির্দেশ দিয়েছেন ।
কালনা পুরসভার চেয়ারম্যান আনন্দ দত্ত এদিন বলেন,“রণজিৎ বিশ্বাস নামের এক ব্যক্তি তাঁর মেয়ের জন্মের জাল শংসাপত্র নিয়ে পুরসভায় সংশোধন করতে এসেছিলেন । পুরসভার কর্মীরা শংসাপত্রটি খতিয়ে দেখে নিশ্চৎ হন সেটি জাল । আনন্দবাবু আরও বলেন,’এর আগেও কয়েকবার এমন ঘটনা ঘটেছে। মনেহয় কোন একটি চক্র জাল জন্ম সার্টিফিকৈট তৈরিতে যুক্ত রয়েছে । কালনা থানার পুলিশ চক্রের চাঁইকে ধরার তৎপরতা চালিয়ে যাচ্ছে ।’
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রণজিৎ বিশ্বাস শুক্রবার তাঁর মেয়ের জন্মের শংসাপত্রে নামের বানান সংশোধন করতে পুরসভায় যান। আবেদনের সঙ্গে জেরক্স করা একটি জন্ম শংসাপত্রও তিনি পুরসভায় জমাদেন । তাতে রণজিৎ বিশ্বাসের মেয়ের জন্মস্থান কালনা মহকুমা হাসপাতাল ও কালনা পুরসভা থেকে শংসাপত্রটি দেওয়া হয়েছে বলে উল্লেখ থাকে। সন্দেহ হওয়ায় পুরসভার কর্মীরা রণজিৎ বিশ্বাসকে আসল জন্ম সার্টিফিকেটটি নিয়ে
শনিবার পুরসভা অফিসে আসতে বলে। ওইদিন রণজিৎ বাবু জন্ম সার্টিফিকেটটি নিয়ে পুরসভায় যান ।পুরসভার কর্মীরা সার্টিফিকেটটি খতিয়ে দেখে ও সমস্ত নথি যাচাই করে নিশ্চিৎ শংসাপত্রটি জাল।এর পরেই রণজিৎ বিশ্বাসকে আটকে রেখে পুরসভার কর্মীরা কালনা থানায় অভিযোগ জানালে পুলিশ তাকে গ্রেপ্তার করে ।।