এইদিন ওয়েবডেস্ক,রংপুর,০৬ নভেম্বর : স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় একমাত্র বিশ্বাসের জায়গা,বাবার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন ২০ বছরের এক তরুনী । কিন্তু নিজের বাবার যে তার উপরে কুদৃষ্টি পড়বে এটা স্বপ্নেও কল্পনা করেননি তিনি । একদিন যখন বাবা তাকে পা টিপে দেওয়ার নাম করে নিজের শোয়ার ঘরে ডেকে আনেন৷ সেদিনই তরুনী বুঝতে পারেন তার জন্মদাতা বাবা তাকে লালসার শিকার বানাতে চাইছে । তরুনীকে জোর করে বিছানায় ফেলে তাকে ধর্ষণের চেষ্টা করে বাবা ৷ তরুনী কোনো রকমে নিজের সম্ভ্রম বাঁচাতে সক্ষম হন ।
হ্যাঁ….. এমনই ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে বাংলাদেশের রংপুরের কাউনিয়া উপজেলার নিজপাড়া গ্রামে । নিজের মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হয়েছে মোঃ আলমগীর হোসেন (৪৮) নামে ওই নরপশু । জানা গেছে, আলমগীর হোসেনের বিবাহিতা মেয়ে স্বামীর সঙ্গে মনোমালিন্যের কারণে সম্প্রতি বাবার বাড়িতে চলে আসেন৷ তিনি অভিযোগ করেন, তার বাবা দীর্ঘদিন ধরেই তার প্রতি কু-দৃষ্টি দিয়ে আসছিল । গত ৩১ অক্টোবর সকাল সাড়ে ৮টার দিকে আলমগীর হোসেন পা টিপে দেওয়ার অছিলায় মেয়েকে নিজের শোবার ঘরে ডেকে এনে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে । মেয়ের চিৎকারে মা বিউটি বেগম ও স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যান।
পলাতক থাকার পর ৪ নভেম্বর সকালে আলমগীর হোসেন বাড়িতে ফিরে এলে উত্তেজিত জনতা তাকে আটক করে গণধোলাই দেয় এবং পরবর্তীতে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামিকে হেফাজতে নেয়।
কাউনিয়া থানার ওসি আব্দুল লতিফ শাহ বলেন, ভুক্তভোগী মেয়ের লিখিত অভিযোগের ভিত্তিতে ৫ নভেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধন ২০২৫) এর ৯(৪)(খ) ধারায় মামলা রুজু করা হয়েছে।ঘটনার পরপরই আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে ।।

