এইদিন ওয়েবডেস্ক,মুন্সীগঞ্জ,০৬ ডিসেম্বর : করগেট দিয়ে ঘেরা ও করগেটের ছাউনি দেওয়া ঘরে রাতে লেপমুড়ি দিয়ে শুয়ে ছিলেন পিতা ও পুত্র । কিন্তু প্রবল ঠান্ডার জন্য লেপেতে কাজ হচ্ছিল না । তাই ঘরে থাকা কোরানের কপির একটার পর একটা পাতা ছিঁড়ে তাপ নিয়েছিল তারা । সকাল হতেই সেই ছাই বাড়ির পাশের একটি পুকুরে ফেলে দেয় । কিন্তু ছাইয়ের মধ্যে পোড়া মলাট দেখে চিনতে পেরে যায় প্রতিবেশীরা । ক্রমে কানাকানি হতেই তোলপাড় পড়ে যায় এলাকায় । স্থানীয় মৌলবাদীরা জড়ো হয়ে তাদের বাড়িতে এসে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করে । অবশেষে পুলিশ এসে বাবা ও ছেলেকে গ্রেপ্তার করে । বাংলাদেশের মুন্সীগঞ্জ পৌরসভার গণকপাড়া এলাকার ঘটনা । গণকপাড়া রাঢ়িবাড়ী এলাকার মহম্মদ শফিউল বাসার হাসিব এবং তার বাবা মহম্মদ রবিউল আউয়াল জসিম ওরফে খোকনকে শুক্রবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে এলাকাবাসীর উপস্থিতিতে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট এবং দাঙ্গা উসকানির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও জানান, ঘটনার পেছনে অন্য কোনো কারণ বা পরিকল্পনা আছে কি না—তা তদন্ত করে দেখা হবে। ধৃতদের আজ আদালতে পাঠানো হয়েছিল ।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাটি ঘটে গত ৩ ডিসেম্বর গভীর রাতে ৷ ঘরের মধ্যে বাবা ও ছেলে যখন প্রচন্ড ঠান্ডায় কাঁপছিল, সেই সময় নিরুপায় হয়ে তারা ঘরে রাখা কোরানের পাতা ছিঁড়ে পোড়ায় । তারপর তারা ছাই ডোবায় ফেলতে গেলে কোনো এক প্রতিবেশী টের পেয়ে যায়ব। শুক্রবার সকালে বিষয়টি এলাকায় জানাজানি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ গ্রামবাসী শতাধিক লোকজন বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায় । পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তদের আটক করে ।।

