এইদিন ওয়েবডেস্ক,কোচবিহার,০৫ আগস্ট : দলীয় কর্মসূচিতে আজ মঙ্গলবার কোচবিহারের খাগড়াবাড়িতে গিয়ে শাসকদল তৃণমূল কংগ্রেসের দ্বারা আক্রান্ত হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । শুভেন্দু অধিকারীর গাড়ির পিছনের কাঁচ পাথর মেরে ভেঙে দেওয়া হয় এবং গাড়ির দরজা কাঠ দিয়ে আঘাত করে খোলার চেষ্টা হয় বলে অভিযোগ । পাশাপাশি ভাঙচুর চালানো হয় পুলিশের একটা গাড়িতেও । শুভেন্দু অধিকারীর অভিযোগ, পুলিশের সামনে তার ওপর হামলার ঘটনা ঘটেছে । তিনি দাবি করেছেন যে বাংলাদেশী রোহিঙ্গা মুসলমান দিয়ে তাকে প্রাণে মারার ছক করেছিল উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ । তিনি হামলার মাস্টারমাইন্ড হিসাবে উদয়ন গুহকে চিহ্নিত করেছেন এবং কোচবিহার জেলার পুলিশ সুপার ধৃতিমান ভট্টাচার্যও এই ঘটনায় পরক্ষে মদত দিয়েছিল বলে অভিযোগ তুলেছেন ।
জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারক সৌগত ভট্টাচার্যর অনুমতিতে আজ কোচবিহারে দলীয় কর্মসূচিতে আসেন শুভেন্দু অধিকারী। তার আগে থেকেই কালো পতাকা ও দলীয় পতাকা নিয়ে খাগড়াবাড়িতে জমা হয়েছিলেন তৃণমূলের নেতা-কর্মীরা । বিরোধী দলনেতার কনভয় খাগড়াবাড়িতে ঢুকতেই লাঠিসোঁটা ও পাথর দিয়ে হামলা চালায় তৃণমূলের দুষ্কৃতি বাহিনী ।
শুভেন্দু অধিকারী বলেন, প্রথমে আমার গাড়ির দরজা কাঠ দিয়ে পিটিয়ে খোলার চেষ্টা করেছিল তৃণমূলের দুষ্কৃতীরা । সেটা করতে না পেরে আমার বুলেটপ্রুফ গাড়ির পিছনের কাঁচ বড় পাথর দিয়ে আঘাত করে ভেঙে দেয় ।’ তিনি বলেছেন,’আজ পুলিশ বিরোধী দলনেতাকে খুন করতে চেয়েছিল । এই ঘটনার প্রত্যক্ষ আসামি যদি উদয়ন গুহ যদি হয় তাহলে পরোক্ষ আসামী পুলিশ সুপার ধৃতিমান ভট্টাচার্য ।’ অভিষেক ব্যানার্জীর নির্দেশে তারা এই হামলা চালিয়েছিল বলে তিনি দাবি করেন । জানা গেছে, হামলার পর শুভেন্দু অধিকারীর কনভয় পৌঁছায় বিজেপির জেলা কার্যালয়ে । বর্তমানে তিনি সেখানেই রয়েছেন বলে জানা গেছে ।।