এইদিন ওয়েবডেস্ক,টোকিও,১৫ এপ্রিল : শিনজো আবের পর এবার জাপানের বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার (Fumio Kishida) উপর প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছে । শনিবার ওয়াকায়ামা (Wakayama) শহরে নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে বোমা ছোড়ে বছর ২৪-এর এক যুবক । বিকট বিস্ফোরণ হয় এবং সাদা ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা । তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়ে যান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ।
তদন্তকারীরা ঘটনাস্থল থেকে দুটি নলাকার বস্তু বাজেয়াপ্ত করেছে যাকে বিস্ফোরক ডিভাইস বলে মনে করা হচ্ছে । পাশাপাশি সন্দেহভাজন হামলাকারী কাওয়ানিশির হায়োগো প্রিফেকচারের (Kawanishi, Hyogo Prefecture) বাসিন্দা 24 রিউজি কিমুরা (Ryuji Kimura) নামে ওই যুবককে আটকে করেছে পুলিশ । তবে সন্দেহভাজন যুবক এখনও পর্যন্ত পুলিশের প্রশ্নের কোনো জবাব দেয়নি বলে খবর ।
চলতি মাসের শেষের দিকে ওয়াকায়ামায় উপনির্বাচন রয়েছে । এদিন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রার্থীর সমর্থনে ওয়াকায়ামার সাইকাজাকি ফিশিং পোর্টে একটি নির্বাচনী জনসভায় যোগ দিতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা । স্থানীয় সময় সকাল ১১:২৫ নাগাদ তিনি যখন ক্ষমতাসীন লিবারেল দলের একজন প্রার্থীর সাথে কথা বলছিলেন তখনই তাকে লক্ষ্য করে বোমা ছোড়া হয় । তবে এই ঘটনায় এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি ।
জানা গেছে,সাইকাজাকির ঘটনার পর দুপুর ১ টার দিকে প্রধানমন্ত্রী ওয়াকায়ামা স্টেশনের সামনে বক্তব্য রাখেন । বিকেলে চিবা প্রিফেকচারের উরায়াসু এবং ইচিকাওয়াতে জনসভায় তার যোগ দেওয়ার কথা রয়েছে । উচ্চ-হাউস উপনির্বাচনের জন্য এলডিপি প্রার্থীর সমর্থনে রবিবারেও তিনি ওতা প্রিফেকচারে কিশিদার সফর করবেন বলে জানা গেছে ।।