এইদিন ওয়েবডেস্ক,লখনউ,১৩ জুলাই : ধর্মান্তরের বিরুদ্ধে প্রচার চালানোর অপরাধে উত্তরপ্রদেশের এক বজরং দলের নেতার উপর প্রাণঘাতী হামলা চালানোর অভিযোগ উঠল খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যদের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বাহরাইচে । রামায়ণ পাঠ করে বাড়ি ফেরার সময় এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় একজন যাজক সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ । বাহরাইচের অতিরিক্ত পুলিশ সুপার পবিত্র মোহন ত্রিপাঠি বলেছেন যে দীপাংশু শ্রীবাস্তব ওরফে দীপক নানপাড়া থানায় একটি এফআইআর দায়ের করেছেন যে মঙ্গলবার রাত সাড়ে দশটা নাগাদ তিনি কাকরি গ্রাম থেকে বানজারিয়ায় ফেরার সময় স্থানীয় যাজক অনিল ও তার দলবল লাঠিসোঁটা ও রড দিয়ে তার উপর হামলা চালিয়েছে । অভিযোগের ভিত্তিতে ধৃত অনিল, রাম নারায়ণ, রোহিত মৌর্য এবং অন্য একজনের বিরুদ্ধে আইপিসির প্রাসঙ্গিক ধারায় একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে । হামলায় জড়িত অন্য ব্যক্তিদের সন্ধান চলছে বলে জানিয়েছেন পুলিশ সুপার ।
জানা গেছে,আক্রান্ত বজরং দলের নেতা দীপাংশু শ্রীবাস্তব বজরং দলের ‘বিভাগ’-এর সমন্বয়ক । হিন্দু দেবতাদের অপমান করা এবং খ্রিস্টান মিশনারিদের দ্বারা গ্রামবাসীদের ধর্মান্তরিত করার জন্য প্রলুব্ধ করার অভিযোগে যাজক অনিল সহ ছয়জনের বিরুদ্ধে গত মাসে একটি অভিযোগ দায়ের করেছিলেন তিনি । এই কারনে স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের নেতারা তার উপর চরম ক্ষুব্ধ হয়েছিল । তার জেরেই এই হামলা হয়েছে বলে মনে করা হচ্ছে ।।