জয়দীপ মৈত্র,দক্ষিণ দিনাজপুর,২৬ ফেব্রুয়ারী : চিরাচরিত ধান গম,পাট, আলু চাষের পরিবর্তে অধিক মুনাফা লাভের আশায় বিকল্প চাষ হিসেবে দক্ষিণ দিনাজপুর জেলায় বাড়ছে ড্রাগন ফলের চাষ । মূলত একটা সময় পাশ্চাত্য দেশ মেক্সিকো, থাইল্যান্ড সহ অন্যান্য জায়গায় ড্রাগন ফলের চাষ হলেও এখন অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর ড্রাগণ ফলের যথেষ্ট চাহিদা রয়েছে পশ্চিমবঙ্গের সর্বত্র বাজারে ।পাশাপাশি জেলায় উত্পন্ন ড্রাগন ফল পৌঁছে যাচ্ছে ভিন রাজ্যগুলিতেও। বর্তমানে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের বিভিন্ন এলাকায় সাফল্যের সাথে ড্রাগন ফলের চাষ করে চলেছেন কৃষকেরা
গঙ্গারাপুরের ড্রাগন ফল চাষী বাবলু মাহাতো বলেন,’২০১৬ সাল থেকে ড্রাগন ফলের চাষ শুরু করেছি । প্রথমে অল্প জায়গা নিয়ে চাষ শুরু করলেও পরবর্তীতে প্রায় ১একর জমিতে ড্রাগন ফলের চাষ করি । বছরে ৮ লক্ষাধিক টাকার ড্রাগন ফল বিক্রি করি ।’ অপর চাষী চিতাম্বর চন্দ্র মাহাতো বলেন, ‘লাভবান হয়েছি বলেই বিগত ৫ বছর ধরে শুধু ড্রাগন ফলের চাষই করছি আমরা । এলাকায় বহু চাষি এখন ড্রাগন ফল চাষের দিকে ঝুঁকছেন ।’ বলাই বাহুল্য ড্রাগন ফলের চাষ করে স্বনির্ভর হচ্ছেন দক্ষিণ দিনাজপুর জেলার চাষিরা ।।