শ্যামসুন্দর ঘোষ,মেমারি(পূর্ব বর্ধমান),২৬ জুলাই : যথাযথ বীমার দাবিতে পথ অবরোধ করল পূর্ব বর্ধমান জেলার মেমারি-২ ব্লকের বোহার-১ পঞ্চায়েতের চাষিরা । চাষিদের অভিযোগ, ব্লকের অনান্য পঞ্চায়েত এলাকার চাষিরা ৮০ শতাংশ বীমার অর্থ দেওয়া হলেও বোহার-১ পঞ্চায়েতের চাষিদের মাত্র ২৬.৯ শতাংশ বিমার অর্থ দেওয়া হচ্ছে । তারই প্রতিবাদে সরব হয়ে আজ শুক্রবার বোহার-১ পঞ্চায়েত এলাকার বেশ কিছু চাষি মেমারি-২ ব্লকের বসতপুরে কৃষি মান্ডির সামনে কালনা-বর্ধমান সড়ক পথ অবরোধ করে রাখে । রাস্তার উপরে ত্রিপল পেতে তার উপরে বসে তারা তুমুল বিক্ষোভ দেখান । চাষিদের পথ অবরোধের জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায় । শেষে মেমারি-২ ব্লকের কৃষি আধিকারিক কৌশিক মন্ডল অবরোধ স্থলে এসে আশ্বাস দিলে ঘন্টা খানেক পর অবরোধ তুলে নেওয়া হয় । পরে ঘটনাস্থলে আসে মেমারি থানার সাতগেছিয়া ফাঁড়ির পুলিশ।
আন্দোলনকারী চাষি রাজকুমার মন্ডল, শেখ আবদুল সাত্তাররা বলেন,’আমরা মাত্র ২৬.৯ শতাংশ বিমা পাচ্ছি৷ কিন্তু মেমারি-২ ব্লকের ৯ টি পঞ্চায়েতের বাকি ৮ টি পঞ্চায়েত এলাকা এবং পূর্ব বর্ধমান জেলার অনান্য ব্লকের চাষিরা সেখানে ৮০ শতাংশ বিমা পাচ্ছে । অথচ বোহার-১ পঞ্চায়েত এলাকায় বাঁকা নদী প্রবাহিত হয়েছে । বন্যা হলে আমাদের ক্ষতি বেশি হয় । তবুও কেন আমাদের সঙ্গে বৈমাত্রেয় সুলভ আচরণ করা হচ্ছে ? আমরা এনিয়ে এডিও-এর কাছে আবেদন করেছি,জেলায় জানিয়েছি, রাজ্যে জানিয়েছি । কিন্তু জেলার সকল চাষির মত আমরাও বীমার সমান ক্ষতিপূরণ পাবো কিনা তা নিশ্চিত করে কেউ কিছু বলছেন না । তাই বাধ্য হয়ে আমরা পথ অবরোধ করেছি ।’
এই বিষয়ে মেমারি-২ ব্লকের কৃষি আধিকারিক কৌশিক মন্ডল বলেন,’বোহার-১ পঞ্চায়েতের চাষিরা শষ্য বিমার ক্ষতিপূরণের অর্থ কম পাচ্ছেন বলে অভিযোগ । এর আগেও চাষিরা বিক্ষোভ করেছিলেন । তাদের অভিযোগপত্র উর্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিয়েছি । এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তো আমার নেই । চাষিরা আজও স্মারকলিপি দিয়েছেন । চাষিদের সেই দাবপত্র ফের উর্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেবো ।’ তবে বোহার-১ পঞ্চায়েতের চাষিরা হুঁশিয়ারি দিয়েছেন যে এবারেও যদিও তাদের দাবি না মানা হয় তাহলে তারা বড়সড় আন্দোলনে নামবেন ।।