এইদিন ওয়েবডেস্ক,আউশগ্রাম ও ভাতার(পূর্ব বর্ধমান),০৪ এপ্রিল : কালবৈশাখীর দাপটে ব্যাপক ক্ষতির মুখে পড়লেন পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম ও ভাতার এলাকার চাষিরা । রবিবার বিকেলে এই দুই এলাকায় কালবৈশাখীর ঝড়বৃষ্টি শুরু হয় । আউশগ্রামের বিস্তীর্ণ এলাকা ও গুসকরা শহর ও সংলগ্ন এলাকা জুড়ে বৃষ্টিপাতের সঙ্গে শিলাবৃষ্টিও হয় । ফলে শব্জি ও বোরোচাষে ব্যপক ক্ষতির আশঙ্কা করছেন এলাকার চাষিরা । পাশাপাশি ভাতার ব্লকের সাহেবগঞ্জ-১ ও ২, মাহাতা, এরুয়ার প্রভৃতি অঞ্চলের বিস্তীর্ন এলাকায় শিলাবৃষ্টির হয় বলে জানা গেছে । স্থানীয় কৃষকরা জানিয়েছেন,এই সময় বোরো ধান গর্ভাবস্থায় রয়েছে । এদিনের শিলাবৃষ্টির ফলে তাঁদের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা ।
এদিকে কালবৈশাখীর সময় ভাতার বাজার সুকান্তপল্লিতে শিবমন্দিরের পাশে বিদ্যুতের হাইটেনশন লাইনের তারে গাছের ডাল ঠেকে শর্ট সার্কিট হয়ে যায় । মন্দিরের পিছনেই কিছু খড় রাখা ছিল । শর্ট সার্কিটের ফলে আগুনের স্ফুলিঙ্গ সেই খড়ের উপর পড়ে আগুন ধরে যায় । খড়ের স্তুপ দাউ দাউ করে জ্বলতে শুরু করলে স্থানীয় লোকজন প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন । পরে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রনে আনে । ঘটনার জেরে বেশ কিছুক্ষনের জন্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে । পরে পরিষেবা স্বাভাবিক হয় ।।