এইদিন ওয়েবডেস্ক,কেতুগ্রাম,১২ ডিসেম্বর ঃ ভাগীরথীর নদীর চরে চাষের কাজ করতে গিয়ে দুস্কৃতীদের হামলার মুখে পড়তে হল কৃষকদের । দুষ্কৃতিদের ছোড়া গুলি এসে লাগলো দুই কৃষকের চোখের পাশে । আহত আরও কয়েকজন । শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার নারায়ণপুর গ্রামে । গুলিবিদ্ধ দুই কৃষককে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে । এই ঘটনায় ব্যপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায় । এলাকায় টহল দিচ্ছে পুলিশ ।
স্থানীয় সূত্রে জানা গেছে, কেতুগ্রামের নারায়নপুর গ্রামের পাশ দিয়ে ভাগীরথী নদী বয়ে গেছে । নদীভাঙনের জেরে একসময় নদী গর্ভে তলিয়ে যায় গ্রামবাসীদের বিস্তীর্ণ এলাকার কৃষিজমি । বর্তমানে সেখানে নদীর চর পড়ে গিয়েছে। এদিন দুপুর নাগাদ কেতুগ্রাম-২ ব্লকের মউগ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর গ্রামের কয়েকজন কৃষক ভাগীরথীর চরে চাষের কাজ করতে গিয়েছিলেন । তখন নতুনগ্রামের কয়েকজন বোমা, বন্দুক নিয়ে নিয়ে তাদের ওপর চড়াও হয় বলে অভিযোগ । দুষ্কৃতিদের হামলায় বেশ কয়েকজন কৃষক আহত হন । তাঁদের মধ্যে দুই কৃষকের চোখের পাশে গুলি লাগে । স্থানীয় গ্রামবাসীরা তাঁদের উদ্ধার করে কাটোয়া হাসপাতালে ভর্তি করে ।
আহত কৃষক সনাতন ঘোষ, পৈরাগ ঘোষরা বলেন, “আমাদের গ্রামের পাশ দিয়ে ভাগীরথী নদী প্রবাহিত হয়েছে । প্রতি বছরেই বন্যা হয় । বন্যার কারনে গ্রামের বসতি অনেকটাই পিছিয়ে আসতে হয়েছে । এদিকে ভাঙনের জেরে আমাদের পরিবার ও কয়েকজন প্রতিবেশীর মিলে প্রায় ১৫ বিঘা ধান জমি নদী গর্ভে তলিয়ে গিয়েছিল । যেখানে আমাদের জমিগুলো ছিল সেখানে বর্তমানে চর পড়েছে । এদিন সকালে সেই চরে আমরা চাষের কাজ করতে গেলে নতুনগ্রামের বেশকিছু লোকজন বোমা-বন্দুক নিয়ে আমাদের উপর চড়াও হয় । ওই সমস্ত দুষ্কৃতিরা আমাদের লক্ষ্য করে বোমাবাজি করে । গুলি চালায় ।’ যদিও পুলিশ জানিয়েছে, এদিন বিকেল পর্যন্ত এনিয়ে নির্দিষ্ট কোনও অভিযোগ দায়ের করা হয়নি ।।