এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),১৫ মার্চ : সদ্য বোরোধানের চারা রোয়ানোর কাজ শেষ হয়েছে । আর এর মধ্যেই হানা দিয়েছে মাজরা পোঁকা । পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকে চল্লিশ শতাংশের কাছাকাছি জমিতে মাজরা পোঁকা হানা দিয়েছে বলে খবর । ফলে এবারে বোরো ধানের উৎপাদনে ব্যাপক প্রভাব পড়বে বলে আশঙ্কা প্রকাশ করছেন ভাতারের কৃষকরা । যদিও ভাতার ব্লক সহ কৃষি অধিকর্তা বিপ্লব প্রতিহার বলেন,’এবছর আবহাওয়ার কারনে মাজরা পোঁকার উপদ্রব বেশি হয়েছে । তবে অধিকাংশ জমিতে বোরো ধান এখনও ধান গর্ভাবস্থায় আসেনি । তাই এইসময় মাজরাপোঁকা মারার জন্য উপযুক্ত ব্যবস্থা নিলে ধানের উৎপাদনে কোনও প্রভাব পড়বে না ।’
স্থানীয় কৃষকরা জানিয়েছেন,সপ্তাহ দুই তিন আগে মিনিকিট ধানের চারা রোয়ানোর কাজ শেষ হয়েছে ।
কিন্তু বিগত বেশ কিছুদিন ধরেই দেখা যাচ্ছে ধানগাছের গোঁড়ার দিকে লালচে হয়ে পচে যাচ্ছে । যা মাজরা পোঁকার আক্রমনের লক্ষন বলে জানিয়েছেন কৃষকরা । স্থানীয় কৃষক বাপি দাস, মানিক দাসরা বলেন, ‘দোকান থেকে নামীদামি কীটনাশক কিনে নিয়ে এসে জমিতে স্প্রে করছি । একাধিকবার কীটনাশক দেওয়ার পরেও কিছু লাভ হয়নি । এবারে বোরো চাষ করে আমরা চরম ক্ষতির মুখে পড়েছি।’
ব্লক সহ কৃষি অধিকর্তা বিপ্লব প্রতিহার বলেন, ‘মাজরাপোঁকার জন্য জমিতে নোভালিউরোন মিশ্রন ছাড়াও আ্যসিফেট ও ল্যানডা মিশিয়ে স্প্রে করতে হবে । কৃষকরা দফতরে যোগাযোগ করলে তাদের সঠিকভাবে পরামর্শ দিয়ে সহায়তা করা হবে ।’ তবে যে সমস্ত মিনিকিট ধান জমিতে ধানগাছ এখন গর্ভাবস্থায় রয়েছে ওইসমস্ত জমিতে মাজরা পোঁকার আক্রমনের ফলে ধানের উৎপাদন এবছর অনেকটাই ব্যহত হবে বলে আশঙ্কা করছেন কৃষি আধিকারিকরা।
কৃষি দফতর সূত্রে জানা গেছে, এবারে ভাতার ব্লকে ২২৫০০ হেক্টর জমিতে বোরোচাষ হয়েছে । তার মধ্যে ৩৫ – ৩৬ শতাংশ জমিতে মাজরাপোঁকার উপদ্রব দেখা দিয়েছে । ফলে ধারদেনা করে বোরো চাষ করে এবারে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে বলে জানিয়েছেন এলাকার কৃষকরা ।।