শ্যামসুন্দর ঘোষ,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান),২৫ আগস্ট : ফের বজ্রপাতে মৃত্যুর ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমান জেলায় । এবারে মন্তেশ্বর থানার হুড়কাডাঙ্গা গ্রামের এক কৃষকের মৃত্যু হল বজ্রপাতে । মৃতের নাম আজিজুল মল্লিক(৩৪)। তাঁর বাড়ি হুড়কাডাঙ্গা গ্রামের পূর্ব পাড়ায় । জানা গেছে,আজিজুল মল্লিক নামে ওই কৃষক এবারে নিজের কিছুটা জমিতে পাট চাষ করেছেন । আজ শুক্রবার সকালে পাট খেতের পরিচর্যার জন্য তিনি মাঠে গিয়েছিলেন । কিন্তু সকাল ১১ টা নাগাদ মুশলধার বৃষ্টির সঙ্গে মুহুর্মুহু বজ্রপাত শুরু হলে তিনি বাড়ি ফিরে আসছিলেন । কিন্তু কিছুটা আসার পরে বজ্রপাত হলে মাঠের মধ্যেই লুটিয়ে পড়েন ওই কৃষক । পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে মন্তেশ্বর ব্লক হাসপাতালে নিয়ে আসে । কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন । শনিবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে জানা গেছে । মর্মান্তিক এই ঘটনায় শোকস্তব্ধ মৃতের পরিবার পরিজন ।
পাশাপাশি গলসি থানার সাওতা এলাকায় বজ্রপাতে হল এক ব্যক্তির, ঘটনায় আহত হয়েছেন এক মহিলা । মৃতের নাম ইন্দ্রজিৎ পাল(৭২) । আহত মহিলার নাম করবি বাগদি (৩৫) । জানা গিয়েছে, আজ শুক্রবার বিকেলে বৃষ্টি কমলে মাঠে কাজ করতে যান তারা, । সেই সময় হঠাৎই মাঠে বজ্রপাত হয় । এই ঘটনায় ইন্দ্রজিৎ পাল ও করবি বাগদি গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে বর্ধমান হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক ইন্দ্রজিৎ পালকে মৃত ঘোষণা করে। করবি বাগদি হাসপাতালে চিকিৎসাধীন ।।