দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),২৬ জুলাই : চাষের কাজ সেরে মাঠ থেকে বাড়ি ফেরার পথে অজানা গাড়ির ধাক্কায় পূর্ব বর্ধমান জেলার ভাতারের এক কৃষকের মৃত্যু হল । ভাতার থানার বলগোনা গ্রামের বাসিন্দা আশিষ চৌধুরী (৫৮) নামে ওই কৃষককে আজ বুধবার সকালে পাটনা গ্রামের মোড়ের কাছে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে গ্রামবাসীরা । তাঁকে দ্রুত উদ্ধার করে ভাতার হাসপাতালে আনা হয় । কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । পরে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ ।
জানা গেছে,আশিষ চৌধুরীর বাড়িতে রয়েছেন স্ত্রী ও দুই পুত্র । চাষবাস করে সেই উপার্জনেই সংসার চালাতেন তিনি । পাশাপাশি তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী ছিলেন আশিষবাবু । এবারের পঞ্চায়েত নির্বাচনে বলগোনা পঞ্চায়েতের ৭২ নম্বর বুথে তৃণমূলের প্রার্থীও হয়েছিলেন । তবে তিনি পরাজিত হন ।
জানা গেছে,বেশ কিছুদিন ধরে আশিষবাবু আমন খান চাষের প্রস্তুতি নিচ্ছিলেন । চাষের কাজে তদারকি করতে এদিন খুব সকালে মাঠে গিয়েছিলেন তিনি । মাঠ থেকে ফিরে আসার সময় পাটনা গ্রামের মোড়ের কাছে কোনো অজানা গাড়ি তাঁকে পিষে দিয়ে পালিয়ে যায় । বেশ কিছুক্ষণ পরে পথচলতি মানুষের নজরে পড়ে পড়ে গেলে আশিষবাবুকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু শেষ রক্ষা হয়নি । পুলিশ ঘাতক গাড়ির সন্ধান চালাচ্ছে ।।