শ্যামসুন্দর ঘোষ,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান),২৭ জানুয়ারী : মাঠে সাবমার্সিবলে জল পান করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক কৃষকের। শুক্রবার সকালে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার বামুনপাড়া গ্রামে । পুলিশ জানিয়েছে,নিহতের নাম দেবনাথ ঘোষ(২৭) । খবর পেয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কালনা মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে ।
স্থানীয় সূত্রে জানা গেছে,বামুনপাড়া গ্রামের বাসিন্দা পেশায় কৃষক কৃষ্ণচূড়া ঘোষের একমাত্র সন্তান ছিলেন দেবনাথ । বছর তিনেক আগে তাঁর বিয়ে হয়েছে । অল্পসল্প জমিজমা রয়েছে কৃষ্ণচূড়াবাবুদের । চাষবাসের কাজ দেখাশোনার কাজ মূলত তার ছেলে দেবনাথ করতেন । চাষবাসের উপার্জন থেকেই বাবা-মা, স্ত্রী ও শিশুসন্তানকে নিয়ে ৫ জনের সংসার কোনো রকমে চালাতেন ওই যুবক ।
জানা গেছে,বর্তমানে এলাকায় বোরো ধান বীজ রোপনের মরশুম চলছে । একই গ্রামের বাসিন্দা এক কৃষকের সাবমার্সিবল থেকে জল কিনে কয়েক বিঘা জমিতে ধান চাষ করছিলেন দেবনাথবাবু । এদিন সকালে খেতমজুরদের সঙ্গে নিয়ে নিজের জমিতে ধান রোপনের কাজ করতে গিয়েছিলেন তিনি । জানা গেছে,এদিন সকাল প্রায় সাড়ে ৯ টা নাগাদ জল পিপাসা পেলে ওই সাবমার্সিবলে জল পান করতে গিয়েছিলেন ওই যুবক । কিন্তু সাবমার্সিবল পাম্প থেকে নির্গত জল যে বিদ্যুতের সংস্পর্শে চলে এসেছে তা তিনি বুঝতে পারেননি । ফলে হাতে জলের ছোঁওয়া লাগতেই বিদ্যুৎস্পৃষ্ট হন দেবনাথ ঘোষ । তড়িঘড়ি সাবমার্সিবলের মেইন সুইচ অফ করে তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন দেবনাথবাবু । ফলে তাঁর মৃত্যুতে অতান্তরে পরে গেছে পরিবারটি । এদিকে মাঠের সাবমার্সিবল পাম্পগুলিতে যথেচ্ছভাবে বিদ্যুতের তার নিয়ে যাওয়াকে কেন্দ্র করে এলাকায় প্রশ্ন উঠছে । চাষের কাজে ব্যবহৃত সাবমার্সিবলগুলিতে বিদ্যুৎ দপ্তরের নিয়মিত নজরদারির দাবি তুলেছেন গ্রামবাসীরা ।।