এইদিন আন্তর্জাতিক ডেস্ক,২৭ অক্টোবর : ধর্মনিরপেক্ষতার নামে ভন্ডামি আর সীমাহীন দুর্নীতির কারনে ইউরোপীয় দেশগুলিতে পায়ের তলায় জমি হারাচ্ছে বামপন্থীরা । আর্জেন্টিনার মধ্যবর্তী নির্বাচনে বামপন্থীদের ধরাশায়ী করে ক্ষমতা দখল করলেন অতি ডানপন্থী নেতা জাভিয়ের মাইলি । ফলাফলের নিরিখে ডানপন্থীরা যেখানে ৪১% ভোট পেয়েছে সেখানে বামপন্থীদের প্রাপ্ত ভোট ৩১% ।
মনে করা হচ্ছে যে সমাজতন্ত্র, মুদ্রাস্ফীতি এবং বামপন্থীদের দুর্নীতিতে জনগণ অতিষ্ঠ হয়ে গিয়েছিল । তার উপর কথিত ধর্মনিরপেক্ষতার নামে মুসলিম তোষামোদি নীতির কারনে আর্জেন্টিনার মানুষ চরম ক্ষুব্ধ ছিল । যেকারণে তারা বামপন্থীদের বিদায় দেওয়ার এই ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন । বিশেষ করে বামপন্থীদের উদার অভিবাসন নীতির ফলে জনবিন্যাসের যে আমূল পরিবর্তন ঘটতে শুরু করেছিল তাতে চরম ক্ষিপ্ত ও আশঙ্কিত ছিল আর্জেন্টিনার প্রকৃত নাগরিকরা । আর তাদের সেই ক্ষোভকেই কাজে লাগিয়েছেন জাভিয়ের মাইলি ।
প্রসঙ্গত,আর্জেন্টিনার বামপন্থী পার্টি যথারীতি তাদের পুরনো পদ্ধতি ব্যবহার করেছিল। মিথ্যা প্রচার এবং স্বার্থান্বেষী সংবাদমাধ্যমকে কাজে লাগিয়ে জাভিয়ের মাইলির বিরুদ্ধে লাগাতার অপপ্রচার চালিয়েছিলো । কিন্তু তার সব প্রচেষ্টাই ব্যার্থ হয় । ভোটাররা এবার বামপন্থীদের কোনো কথাতেই কর্নপাত করেনি । বামপন্থীদের প্রতি গনরোষ এতটাই ছিল যে জাভিয়ের মাইলির দলের পার্লামেন্টের ডেপুটিদের সংখ্যা ১৭২% বেড়ে ৩৭ থেকে ১০১ এবং সিনেটরদের সংখ্যা ২৩৩% বেড়ে ৬ থেকে ২০ এ পৌঁছে গেছে। চলতি বছরে নেপালেও গনরোষের ফলে উৎখাত হয়ে গেছে নেপালে বামপন্থী সরকার । এখানেও উদার অভিবাসন নীতি ও দুর্নীতি বামপন্থীদের পতনের মূল কারন ।।
