শেখ মিলন,ভাতার(পূর্ব বর্ধমান),০২ নভেম্বর : জলপ্রকল্পের ট্যাপে জল নেই । টিউবওয়েল খারাপ । প্রায় দুমাস ধরে পানীয় জলের আকাল চলছে গ্রামে । ফলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের বেলেন্ডা গ্রামে । স্থানীয় সূত্রে জানা যায় ভাতার গ্রামে প্রায় ৪৫ বছর আগে প্রতিষ্ঠিত হওয়া পানীয় জলপ্রকল্পের পাইপ লাইনের মাধ্যমে বেলেন্ডা গ্রামে জল সরবরাহ হয় । বেলেন্ডার গ্রামের পাড়ায় পাড়ায় রয়েছে ট্যাপকল । তা থেকে গ্রামবাসীরা জল সংগ্রহ করতেন ।
গ্রামবাসীরা জানিয়েছেন, দীর্ঘ দু’মাস ধরে ওই ট্যাপকল গুলিতে জল বন্ধ আছে । যার ফলে পানীয় জল থেকে বঞ্চিত হচ্ছেন তাঁরা। পাড়ার মধ্যে অন্যান্য নলকূপও খারাপ হয়ে পড়ে আছে । অধিকাংশ মানুষজনকে অন্যের বাড়ি থেকে জল নিয়ে আনতে হচ্ছে । যার ফলে পানীয় জল সংগ্রহ করতে গিয়ে চুড়ান্ত নাকাল হতে হচ্ছে । গ্রামবাসীদের অভিযোগ, স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যকে একাধিকবার জানানো হলেও কোন সুরাহা হয়নি । এমনকি মাস দুয়েক আগে সজলধারা প্রকল্পে বাড়ি বাড়ি জলের পাইপলাইনের সংযোগ দেওয়া হলেও এখনো পর্যন্ত এক ফোঁটা জল আসেনি । গ্রামের পানীয় জলের আকালের কারনে তাঁরা স্থানীয় পঞ্চায়েতের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন গ্রামের একাংশের মানুষ ।
যদিও ভাতার গ্রাম পঞ্চায়েত প্রধান পরেশনাথ চক্রবর্তী বলেন, ‘একাধিক জায়গায় জলের পাইপ ফেটে যাওয়া ও জলপ্রকল্পের পাম্পের সমস্যার কারণে অনেক জায়গায় জল পৌঁছাচ্ছে না। উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাঁরা দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন ।’।