এইদিন ওয়েবডেস্ক,মালদা,০৩ জুন : বিজেপির সংখ্যালঘু সম্প্রদায়ের এক কর্মী ও তাঁর পরিবারের উপর হামলা চালানোর অভিযোগ উঠল শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ৷ বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটেছে মালদা জেলার রতুয়ার চাঁদমনি-১ গ্রাম পঞ্চায়েতের সিট্টাহার গ্রামে । অভিযোগ, এদিন ভোরে কাওসার আলী নামে ওই বিজেপি কর্মী ও তাঁর পরিবারের লোকজন যখন মাঠ থেকে ফিরছিলেন সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা তাঁদের লক্ষ্য করে বোমাবাজি করে । বোমের স্প্লিন্টার লেগে জখম হন কাওসার আলীর স্ত্রী সাহানাওয়াজ পারভিন,বোন আয়েষা খাতুন,দুই ভাই ইমাদুর রহমান ও মার্জারুল হক ।
পরিবারের অনান্য সদস্য ও প্রতিবেশীরা ওই চারজনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে রতুয়া হাসপাতালে ভর্তি করে । পরে তাঁদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় । এনিয়ে আক্রান্ত পরিবারের তরফে রতুয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে । তবে এদিন বিকেল পর্যন্ত গ্রেফতারির কোনও খবর নেই ।
সিট্টাহার গ্রামের বাসিন্দা পেশায় কৃষক কাওসার আলী এবারের বিধানসভা নির্বাচনে গ্রামের একটি বুথে বিজেপির বুথ এজেন্ট হয়েছিলেন বলে জানা গেছে । কাওসারের অভিযোগ, তারপর থেকেই তাঁকে ও তাঁর পরিবারের লোকজনকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছিল তৃণমূলের লোকজন । যদিও তিনি এনিয়ে বিশেষ গুরুত্ব দিতেন না । তবে তাঁরা তৃণমূলের লোকজনদের পারতপক্ষে এড়িয়েই চলতেন । কিন্তু এদিন তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদল এসে তাঁদের উপর হামলা চালায় ।
কাওসরের কথায়, ‘এদিন ভোরে আমি,আমার দুই ভাই,স্ত্রী ও আমাদের এক বোন মিলে নিজেদের জমিতে চাষের কাজ সেরে বাড়ি ফিরছিলাম । তখন দেখি তৃণমূল আশ্রিত দুষ্কৃতী শামসুল হকের নেতৃত্বে বেশ কিছু লোকজন আমাদের দিকে এগিয়ে আসছে । ওরা আমাদের লক্ষ্য করে বোমাবাজি করে । বোমের আঘাতে আমার স্ত্রী,বোন ও দুই ভাই গুরুতর জখম হয় ।’
অন্যদিকে স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি সিট্টাহার গ্রামে বিজেপির কোনও অস্তিত্বই নেই । ওখানে সবাই তৃণমূল । এদিন ভোরে যে ঘটনাটা ঘটেছে সেটা পারিবারিক বিবাদের জের । তবে যদি কেউ বোমাবাজি করে থাকে তাহলে সেটা অন্যায় হয়েছে । পুলিশ যথাযথ ব্যাবস্থা নিক ।।