এইদিন ওয়েবডেস্ক,শিলিগুড়ি,২০ ফেব্রুয়ারী : মেডিকেলে ভর্তিতে ভূয়া এনআরআই শংসাপত্র মামলার আজ বৃহস্পতিবার সকাল থেকে শিলিগুড়ির এক ওষুধ ব্যবসায়ী বাড়িতে তল্লাশি অভিযান শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি) । শিলিগুড়ির শিলিগুড়ি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের হাকিমপাড়ায় খেলাঘর মোড় সংলগ্ন এলাকায় রয়েছে সহদেব ঘোষ নামে ওই ব্যবসায়িক বাড়ি । আজ সাতসকালেই ইডির আধিকারিকরা আধা সামরিক বাহিনীকে সঙ্গে নিয়ে ওই ব্যবসায়িক বাড়িতে হানা দেয় । সূত্রের খবর, ব্যাংক অ্যাকাউন্ট ও টাকা লেনদেনের হিসেব খতিয়ে দেখার পাশাপাশি বেশ কিছুর নথির সন্ধান করছে কেন্দ্রীয় তদন্তকারী দল । তবে শুধু শিলিগুড়ির ওই ওষুধ ব্যবসায়ীই নয়, একই মামলায় কলকাতা ও কাকদ্বীপের একাধিক জায়গায় অভিযান চলছে বলে জানা গেছে ।
প্রসঙ্গত,প্রবাসী ভারতীয় সন্তানদের মেডিকেল কলেজে ভর্তির জন্য নির্দিষ্ট কোটা থাকে। আর ডাক্তারি কোর্সে ভর্তি হতে তাদের এনআরআই (নন-রেসিডেন্ট ইন্ডিয়ান) শংসাপত্র জমা দিতে হয় । কিন্তু এরাজ্যের একটি চক্র জাল নথি দিয়ে ভুয়া এনআরআই শংসাপত্র তৈরি করত। তারপর এনআরআই কোটার সুযোগ নিতে সেই ভুয়ো শংসাপত্র মোটা টাকায় কিনে বেসরকারি মেডিকেল কলেজগুলিতে জমা দিত পড়ুয়ারা । এই দুর্নীতির তদন্তে ডিসেম্বর মাসে রাজ্যের অন্তত কুড়িটি জায়গা তল্লাশি চালায় ইডি । আজ ফের কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় ইডির অভিযান শুরু হয়েছে ।।