দিব্যেন্দু রায়,কেতুগ্রাম(পূর্ব বর্ধমান),০৩ ডিসেম্বর : একটি স্টিল ছবিতে দেখা যাচ্ছে এক মহিলার কোলে শুয়ে এক কিশোর । তার বাম পায়ের হাঁটুর প্রায় নিচের অংশ নেই । রক্তাক্ত কিশোরের পায়ের হাড় বেরিয়ে আছে । মাংস খোবলানো । ওই ছবিতে লেখা “কেতুগ্রাম থানার কেউগুরি মাঠে একটি হায়না বাঘের হামলায় একটা ছোট্ট বাচ্ছা ছেলে ।” শুধু তাই নয়,কয়েকটি ভিডিওতে রয়েছে অর্ধমৃত ও মৃত হায়নার ছবি । একটি ভিডিও দেখে মনে হচ্ছে একটি জখম হায়না জোরে জোরে শ্বাস নিচ্ছে । শোনা যাচ্ছে তার শ্বাস নেওয়ার শব্দ । তার সঙ্গে যুক্ত করা হয়েছে পশুর হাড় হিম করা গোঁগানি । সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়ানো এই ভূয়ো খবরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায় । বিষয়টি নজরে পড়ার পরেই নড়েচড়ে বসেছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ । মানুষের আতঙ্ক কাটাতে পুলিশ সোশ্যাল মিডিয়াকেই মাধ্যম করেছে । চলছে সচেতনতামূলক প্রচার ।
পূর্ব বর্ধমান জেলা পুলিশের তরফ থেকে ওই সমস্ত ছবি ও ভিডিও আবঝা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখা হয়েছে, ‘বিগত কয়েকদিন ধরে কিছু অসাধু ব্যক্তি সামাজিক মাধ্যমেগুলির অপব্যবহার করে নিচে দেওয়া ভিডিও গুলির মত বিভিন্ন ফেক্ ভিডিও ও মিথ্যা খবর সাধারণ মানুষের মধ্যে পরিবেশন করে ভয়ের পরিবেশ সৃষ্টি করতে চাইছে। পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে আপনাদের জানান যাচ্ছে যে এই ধরনের খবরগুলি সম্পূর্ন মিথ্যা। আপনারা কেউ এই ধরণের খবর দেখে আতঙ্কিত হবেন না। যারা এই অসাধু কাজ করে চলেছেন তাদের সনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তাই আপনারা এই ধরণের মিথ্যা খবর পরিবেশন করা থেকে নিজেকে বিরত রাখুন।’
পুলিশ সুত্রে খবর,শুধু সচেতনতামূলক প্রচারই নয়, ইতিমধ্যেই ওই ভূয়ো পোস্টের উৎস সন্ধানে নেমে পড়েছে পূর্ব বর্ধমান জেলার সাইবার ক্রাইম বিভাগ । ওই পোস্টের পিছনে যে বা যাদের হাত আছে খুব দ্রুত তারা ধরা পড়বে বলে আশা পুলিশের । ।