প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০৩ অক্টোবর : ফের এই রাজ্যের পুলিশের জালে ধরা পড়লো আরও এক ভুয়ো সিবিআই অফিসার। এবার সরকারি চাকরি করেদেওয়ার নামে প্রতারণার অভিযোগে পূর্ব বর্ধমানের মেমারি থানার পুলিশ গ্রেপ্তার করলো এক ভুয়ো সিবিআই অফিসারকে । ধৃতের নাম সন্দীপ বারুই । জেলার শক্তিগড় থানার আমড়া গ্রামে ধৃতের বাড়ি ।মেমারির জাবুই এলাকা নিবাসী প্রতারিত ব্যক্তি রাজকৃষ্ণ ঘোষের দায়ের করা অভিযোগের ভিত্তিতে মেমারি থানার পুলিশ শনিবার রাতে সন্দিপ বারুই কে গ্রেপ্তার । প্রতারণা ও জালিয়াতির ধরায় মামলা রুজু করে পুলিশ রবিবার ধৃতকে পেশ করে বর্ধমান আদালতে । তদন্তের প্রয়োজনে তদন্তকারী অফিসার ধৃতকে ৭ দিন নিজেদের হেপাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় । বিচারক ধৃতকে ৬ দিন পুলিশি হেপাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন ।
পুলিশ জানিয়েছে,নিজেকে সিবিআই আফিসার পরিচয় দেওয়া সন্দীপ বারারুইয়ের আদি বাড়ি শক্তিগড়ের আমড়ায় হলেও এদানিই তিনি মেমারিতে ডেরা নিয়েছিল । রেল সহ বিভিন্ন সরকারী দপ্তরে চাকরি পাইয়ে দেবার নাম করে বিভিন্ন জনের কাছ থেকে মোটা টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে সন্দিপের বিরুদ্ধে।প্রতারিতদের মধ্যে মেমারির জাবুই এলাকা নিবাসী রাজকৃষ্ণ ঘোষ মেমারি থানার পুলিশের দ্বারস্থ হন ।
রাজকৃষ্ণ ঘোষের অভিযোগ,সন্দীপ বারুই নিজেকে সিবিআই অফিসার বলে তাঁকে জানায় ।এমনকি সন্দীপ সিবিআইয়ের একটি পরিচয় পত্রও তাঁকে দেখায় । এরপর সন্দীপ রেলে চাকরি করে দেবার প্রতিশ্রুতি দিয়ে তাঁর কাছ থেকে মোটা নেয় । কিন্তু দীর্ঘদিন প্রতিক্ষায় থাকার পরেও চাকরি না হওয়ায় রাজকৃষ্ণবাবু বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। প্রতারণার সবিস্তার উল্লেখ করে রাজকৃষ্ণ ঘোষ সম্প্রতি মেমারি থানায় সন্দীপ বারুইয়ের বিরুদ্ধে অভিযোগ জানান । তার ভিত্তিতে পুলিশ মামলা রুজু করে তদন্তে নেমে সন্দীপ বারুইকে মেমারির ডেরা থেকে গ্রেপ্তার করে ।
এসডিপিও (বর্ধমান দক্ষিন ) আমিনুল ইসলাম খাঁন জানিয়েছেন , “ধৃত সন্দীপ বারুই নিজেকে কখনও সিবিআই অফিসার আবার কখনও রেল আধিকারিক, আবার কখনও পুলিশ অফিসার বলে নিজের পরিচয় দিত । এইসব পরিচয় দিয়ে তিনি চাকরি করে দেবার নামে প্রতারণা করতেন । পুলিশ ধৃতের হেপাজত থেকে সরকারি চাকরির কিছু ফর্ম ,রেলের জাল সীল ও স্ট্যাম্প উদ্ধার করেছে। সিবিআই অফিসারের ভুয়ো পরিচয়পত্রটি উদ্ধারের চেষ্টা চলছে । এই প্রতারণা চক্রের জাল কতদূর বিস্তৃত রয়েছে এবং চক্রে আরও কারা কারা যুক্ত রয়েছে তা জানার জন্য হেপাজতে নেওয়া ধৃতকে জিজ্ঞাসাবাদ চালানো হবে ।’।