এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৯ জুলাই : বাংলাদেশের হিন্দু ব্লগার অনন্ত বিজয় দাসের (Ananta Vijay Das) অন্যতম খুনি ফয়সাল আহমেদকে (Faisal Ahmed) বেঙ্গালুরুর বোম্মানহাল্লি (Bommanhalli) এলাকা থেকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ । জাল পরিচয়পত্র তৈরি করে ২০১৫ সাল থেকে সেখানে আত্মগোপন করেছিল ফয়সাল । মোবাইল ফোনের সুত্র ধরে গত ১ জুলাই তাকে গ্রেফতার করা হয়। এরপর ৩ জুলাই কলকাতায় আনা হয় তাকে । শুধু খুনই নয়,বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে তার প্রত্যক্ষ যোগ থাকার প্রমান পেয়েছে কলকাতা পুলিশ । বাংলাদেশ অ্যান্টি-টেররিজম ইউনিট (এটিইউ) ডিআইজি মনিরুজ্জামান স্বীকার করেছেন যে ফয়সাল ভারতে অবৈধভাবে বসবাস করছেন বলে তাঁদের কাছে তথ্য ছিল ৷ এনিয়ে ভারতকে অবহিত করে ওই দুষ্কৃতীর সম্পর্কীয় প্রয়োজনীয় নথি সরবরাহ করা হয়েছিল বলে তিনি জানান ।
উল্লেখ্য,বাংলাদেশের সিলেট জেলার সুবিদবাজারের বাসিন্দা হিন্দু ব্লগার অনন্ত বিজয় দাস ছিলেন একজন ব্যাঙ্কার এবং বাংলাদেশের বিজ্ঞান ও যুক্তিবাদের কাউন্সিলের (Council for Science and Rationalism of Bangladesh) সাধারণ সম্পাদক। তিনি ‘যুক্তি নামে একটি পত্রিকার সম্পাদক ছিলেন । ২০১৫ সালের ১২ মে মুসলিম জিহাদিরা তাঁর পিছু ধাওয়া করে নৃশংসভাবে কোপানোর পর শিরোচ্ছেদ করে । বাংলাদেশের একটি আদালত অনন্ত বিজয় দাস হত্যার দায়ে ৪ জনকে মৃত্যুদণ্ড দেয়। তাদের মধ্যে রয়েছেন আবুল খায়ের রশিদ আহমেদ (২৫), আবুল হোসেন (২৫), মামুনুর রশিদ (২৫) ও ফয়সাল আহমেদ (২৭)। শেষ পর্যন্ত বেঙ্গালুরুতে আত্মগোপন করে থাকা ফয়সাল আহমেদকে গ্রেফতার করতে সক্ষম হল পুলিশ । কিন্তু অভিযুক্তদের মধ্যে দুজন এখনও পলাতক ।
জানা গেছে, শুধু খুনই নয়,এক সময়ের মেডিকেলের ছাত্র ধৃত ফয়সাল মাদ্রাসায় পড়ানোর অজুহাতে জিহাদি মতাদর্শ ছড়ানোর অগ্রভাগে ছিল । ইসলামি সন্ত্রাসবাদী সংগঠন আল-কায়েদার সাথে যুক্ত আনসারুল্লাহ বাংলা টিম (এবিটি) এর সাথেও সক্রিয়ভাবে যুক্ত ছিল বলে খবর । আসামের বরাক উপত্যকায় আল-কায়েদা মডিউল সংগঠিত করার নেতৃত্বে ছিল ফয়সাল । শহীদ মজুমদার নামে একটি জাল ভোটার আইডি কার্ড তৈরি করে ২০১৫ সালে সে বাংলাদেশ থেকে পালিয়ে শিলচরে এসে বসবাস করছিল । তার কাছ একটা পাসপোর্ট উদ্ধার করেছে পুলিশ । যার ঠিকানা দেওয়া আছে মিজোরামে । এছাড়া বেঙ্গালুরু থেকে ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করতেও সফল হয়েছিল ফয়সাল । তাকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে ৷।