এইদিন ওয়েবডেস্ক,নিউইয়র্ক,১৬ আগস্ট : ভারত ও আমেরিকার মধ্যে সামরিক সম্পর্ক দৃঢ় করতে বড় সিদ্ধান্ত নিল মার্কিন প্রতিরক্ষা দফতর ৷ এবার থেকে মার্কিন প্রতিরক্ষা সদর দফতর অর্থাৎ পেন্টাগন-এ ভারতীয় প্রতিরক্ষা অফিসাররা বিনা বাধায় চলাচল করতে পারবেন । পেন্টাগন-এ ভারতীয় প্রতিরক্ষা অফিসারদের নিরবচ্ছিন্ন বা অনিয়ন্ত্রিত প্রবেশের (unescorted access) সুবিধা দেওয়ার বিষয়টি ঘোষণা করেছেন মার্কিন বিমান বাহিনীর সচিব ফ্রাঙ্ক কেন্ডাল ৷ সোমবার ইন্ডিয়া হাউসে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত তারানজিৎ সিং সান্ধু দ্বারা ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেছিলেন । অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় কেন্ডাল বলেন,’আজ থেকে ভারতীয় প্রতিরক্ষা দল পেন্টাগনে নিরাপত্তা ছাড়াই চলাচল করতে পারবে। ভারতের সাথে আমাদের ঘনিষ্ঠ সম্পর্কের কারণে এবং ভারত আমাদের প্রধান প্রতিরক্ষা অংশীদার হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।’ পাশাপাশি তিনি বলেন,
‘এই ধরনের পদক্ষেপ বিশ্বাস এবং সহযোগিতার সঙ্গে সম্পর্কযুক্ত । ভারতের সঙ্গে আমাদের আস্থা ও সহযোগিতার সম্পর্ক ।’
প্রসঙ্গত,পেন্টাগ হল মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর । এখানে পৌঁছানো সবচেয়ে কঠিন । কারণ এটিকে বিশ্বের সবচেয়ে উচ্চ-নিরাপত্তা স্থানগুলির মধ্যে একটি মনে করা হয় । এমনকি মার্কিন নাগরিকদের উচ্চ স্তরের নিরাপত্তা ছাড়পত্র ছাড়া ভবনটিতে প্রবেশাধিকার নেই । কেন্ডাল বলেন, ‘আপনি যদি মনে করেন নিরাপত্তা পরীক্ষা ছাড়া পেন্টাগনে যাওয়াটা কোনো বড় ব্যাপার নয়, তাহলে আমি আপনাকে বলে রাখি যে আমি নিরাপত্তা পরীক্ষা ছাড়া সেখানে যেতে পারব না ।’।