এইদিন ওয়েবডেস্ক,গুসকরা(পূর্ব বর্ধমান),১২ নভেম্বর : শেষ পর্যন্ত আশঙ্কাই সত্যি হল । বৃহস্পতিবার সারারাত ধরে চেষ্টা করেও আউশগ্রাম থেকে সরানো গেল না হাতির দলকে। শুক্রবার সকালে গজরাজবাহিনী দাপটের সঙ্গে অবস্থান করছে গুসকরা শহরের উপকন্ঠে। শহরের কাছাকাছি চলে আসায় আতঙ্ক ছড়িয়েছে গুসকরাবাসীদের মধ্যে।তাদের বাঁকুড়ার জঙ্গলে ফেরত পাঠাতে নাগাড়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বনকর্মীরা । বৃহস্পতিবার সকালেই আউশগ্রামে ঢুকে পরে ৪৮ হাতির দল। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে নওয়াদা এলাকা থেকে তাদের সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা শুরু করে বনদফতর। হুলাপার্টির দল পিছনে লেগে থাকে। জানা যায় রাত আটটার মধ্যেই ভোতা গ্রামের কাছে হাতির দলটি নিয়ে যাওয়া সম্ভব হয়। তারপর থেকেই বাধার মুখে পড়তে হয় বনকর্মীদের।
আউশগ্রামের ধানজমিতে হাতির দল । আউশগ্রাম । শুক্রবার ।
স্থানীয় গ্রামবাসীরা তাদের ফসল নষ্টের আশঙ্কায় ওই এলাকা দিয়ে হাতির দলকে যেতে বাধা সৃষ্টি করে।খুব কষ্ট করে মালিদাপাড়া গ্রামের কাছে যখন হাতির দলটিকে বনকর্মীরা নিয়ে যেতে সমর্থ হন তখন স্থানীয় গ্রামবাসীরা তুমুল বিক্ষোভ শুরু করেন বনকর্মীদের ঘিরে। এমনকি হাতি তাড়াতে টায়ার জ্বেলে , লঙ্কাগুড়োর ধোঁয়া দিতে থাকেন গ্রামবাসীরা। বনকর্মীদের শারীরিকভাবে নিগ্রহ করা হয় বলে অভিযোগ। বনকর্মীরা নিজেদের রক্ষা করতে বাধ্য হন পালাতে। সেই সুযোগে ফের হাতির দল ফিরে আসতে থাকে শিবদা, নওয়াদা এলাকার দিকে। এদিন শুক্রবার সকালে দেখা যায় গুসকরা শহরের ধারে ইটাচাঁদা এলাকায় অবস্থান করছে হাতির দল। ফের চ্যালেঞ্জের মুখে বনকর্মীরা ।।
ড্রোন ক্যামেরায় তোলা ভিডিও দেখুন :