‘ভুলে যেও না আমাকে’– বলা মানুষটা
হঠাৎ করে যখন মুখ ফিরিয়ে নেয়
বন্ধ করে দেয় স্বাভাবিক কথাবার্তা
ভুলে যায় ভালো মন্দের খবরটুকু নিতে
না দেখা মেসেজ পড়ে থাকে
দিনের পর দিন ইনবক্সে
অথবা সিন করেও উত্তর না দিয়ে
তখন ঠিক কি আর করার থাকে
ওই বিপরীত দিকের মানুষটার?
হয়তো সে চুপ থেকে
অপেক্ষা করতে থাকে রিপ্লাই পাওয়ার–
এর বেশি কিছু জানা যায় না।
আবার যদি রিপ্লাই না পেয়ে
ফোন বা কন্টিনিউ মেসেজ দিতে থাকে
নিমেষেই গলার টুটি চেপে ধরার মত করে
চুপ করিয়ে দিতে দ্বিধা করে না
উল্টো দিকের মানুষটা
ব্লক বা রেস্ট্রিক্ট নামক বিশেষ অপশনের চাপে!
তারপর?
হ্যাঁ এটাই ফেসবুক, ফেসবুকীয় সম্পর্ক–
বন্ধুত্ব বা প্রেম!
একটা আঙ্গুলের চাপে যেখানে খুন হয় প্রতিনিয়ত
অনেক সম্পর্ক এভাবেই;
যে সম্পর্কগুলো হয়তো টিকে যেতে পারত
কিংবা হারিয়ে যেতে চাইতো না কখনোই!
কিন্তু হারিয়ে যায়–
শুধুমাত্র একজনের উপেক্ষায় বা অবহেলায়!
তখন অপর দিকের মানুষটার হয়তো
করার কিছুই থাকে না,
কারণ যে সম্পর্ক গড়তে লাগে
দুটো মানুষ
সে সম্পর্ক অবলীলায় ভেঙে দিতে পারে একজন,
আর বিকল্প ছাড়াই অন্যজন নীরবে হারিয়ে যায়–
খসে পড়া উল্কার মত
নিভে যেতে যেতে।
হ্যাঁ, এটার নামই এখন সোশ্যাল মিডিয়ার
ফেসবুকীয় সম্পর্ক!
যার শুরু হয় হাই হ্যালো দিয়ে,
আর শেষ হয়ে যায় বাই দিয়ে
কিংবা ব্লক বাটনের ক্লিক অপশনে মৃদু চাপে।।