এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৯ অক্টোবর : হিন্দু নির্যাতন নিয়ে লাগাতার প্রতিবাদ করায় রিপাবলিক বাংলা চ্যানেলের সিনিয়র সম্পাদক ময়ূখ রঞ্জন ঘোষের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করেছে বাংলাদেশি জিহাদি হ্যাকাররা । “মাফিয়া সাইলেন্ট কিলার মাফিয়া বয়” নামে বাংলাদেশের এক হ্যাকার গ্রুপের একটা ফেসবুক পোস্টের স্ক্রীন শর্ট শেয়ার করে এই খবর জানিয়েছেন খোদ ময়ূখ রঞ্জন । জিহাদিদের ওই গ্রুপে লেখা হয়েছে, ‘বাংলাদেশ কে নিয়ে কটাক্ষ করা ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট মুছে দিয়েছি আমরা ।’
পাশাপাশি ময়ূখ রঞ্জন ঘোষ লিখেছেন,’আমার ভেরিফাইড ফেসবুক প্রোফাইল এখনো বাংলাদেশী হ্যাকারদের নিয়ন্ত্রণে। তারা অ্যাকাউন্টটিকে মেমোরিয়ালাইজ অ্যাকাউন্টে রূপান্তরিত করেছে! হ্যাকারদের বিস্তারিত এখানে মেটায় আছে। হিন্দু নরসংহার ও সংখ্যালঘুদের উপর হামলা বাস্তব ঘটনা । অত:পর আমাদের গলা ফাটানোর মরিয়া। তাই আমাদের আওয়াজ তুলতে হবে ।’
ময়ূখ রঞ্জন ঘোষের এক্স পোস্ট ট্যাগ করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লিখেছেন,’প্রখ্যাত টিভি সাংবাদিক ও রিপাবলিক বাংলার সিনিয়র সম্পাদক ময়ূখ রঞ্জন ঘোষের ভেরিফাইড ফেসবুক প্রোফাইল বাংলাদেশী হ্যাকারদের দ্বারা হ্যাক হয়েছে, কারণ তিনি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচারের বিষয়ে সোচ্চার ছিলেন।
প্রথমত, আজকের দিনে এবং যুগে আপনি কাউকে আটকাতে পারবেন না, একজন সাংবাদিককে ছেড়ে দিন, তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করে। দ্বিতীয়ত, হ্যাকাররা যদি মনে করে যে এটি বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের সুপরিকল্পিত নিপীড়ন কভার করা থেকে সাংবাদিককে নিরুৎসাহিত করবে, তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছে৷ আমি আশা করি যে মেটা তার প্রোফাইল দ্রুত পুনরুদ্ধার করবে এবং তারা নিশ্চিত করবে যে একটি কীবোর্ড রুকিদের দল আর তাদের ‘এয়ার-টাইট’ নিরাপত্তা লঙ্ঘন করতে সক্ষম হবে না।’।