এইদিন ওয়েবডেস্ক,পেরু,০২ এপ্রিল : পরনে পোশাক । দুই পা বুকের কাছে ভাঁজ করা । দু’হাতের তালু দিয়ে ঢাকা মুখমণ্ডল । গোটা শরীর দড়ি দিয়ে আষ্টেপৃষ্টে বাঁধা । এমনই এক রহস্যময় মমির সন্ধান পাওয়া গেছে পেরুর একটি সমাধি থেকে । মমিটি বছর দুয়েক আগে উদ্ধার করেছে পেরুর ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সান মার্কোসের প্রত্নতাত্ত্বিকরা । পেরুর রাজধানী লিমা থেকে ১৫.৫ মাইল দূরে উপকূলীয় শহর কাজামারকুইলাতে (Cajamarquilla) ছিল ওই সমাধি ।
সমাধির ভিতরে একটি ছোট্ট কুঠুরিতে সযত্নে রাখা ছিল মমিটি । মমির পাশে ছিল সিরামিক,উদ্ভিজ্জ অবশিষ্টাংশ এবং পাথরের সরঞ্জাম । মমিটি আনুমানিক ৮০০ থেকে ১২০০ বছরের পুরনো বলে অনুমান প্রত্নতাত্ত্বিকদের । মমিটিকে ভাল অবস্থায় ছিল বলে জানিয়েছেন তাঁরা । কিন্তু মাতৃ জঠরে ভ্রুণের অবস্থানে মত করে রাখার কারণ কি ? কেনই বা মৃতের শরীর আষ্টেপৃষ্টে বাঁধা হয়েছিল ? এর উত্তরে প্রত্নতাত্ত্বিকরা জানান, এটি দক্ষিণ পেরুর তৎকালীন অন্ত্যেষ্টিক্রিয়ার পদ্ধতি ছিল এটি ।।