এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,০৯ আগস্ট : ফের কট্টরপন্থীদের হামলার মুখে পড়তে হল বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়কে । শনিবার বাংলাদেশের খুলনা জেলায় হিন্দুদের একাধিক বাড়ি ও মন্দিরে ভাঙচুর চালায় দুষ্কৃতিদল । বাংলাদেশের এক সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ওই দিন সন্ধ্যায় দুষ্কৃতিরা শেখপুরা, বামনডাঙ্গা ও চাঁদপুর এলাকার হিন্দুদের নিশানা করে । তারা দলবদ্ধভাবে শিয়ালী মহাশ্মশান মন্দিরে হামলা চালায় । প্রতিমা এবং শ্মশানের যাবতীয় উপকরণ ভাঙচুর করে । এরপর দলটি শিয়ালী পূর্বপাড়ায় যায় । সেখানে হরিমন্দির, শিয়ালী পূর্বপাড়া দুর্গামন্দির এবং শিবপদ ধরের গোবিন্দ মন্দিরের সব প্রতিমা ভেঙে ফেলে । শিবপদ ধর নামে এক স্থানীয় বাসিন্দার বাড়িতে হামলা ও লুটপাট চালায় । বলাই মল্লিক নামে এক ব্যবসায়ীর দোকান ও বাড়ি, অনির্বাণ হীরা নামে এক ক্ষুদ্র ব্যবসায়ী চায়ের দোকান, প্রীতম মজুমদার নামে এক ব্যক্তির মেশিনারিজের দোকান, গণেশ মল্লিকের ওষুধের দোকান, শ্রীবাস মল্লিকের মুদি দোকান এবং সৌরভ মল্লিকের মুদি দোকান ভাঙচুর ও লুটপাট চালায় দুর্বৃত্তরা । ওই দিন সব মিলিয়ে ৫০ টি বাড়ি ও ১০ টি মন্দিরকে নিশানা করে কট্টরপন্থীরা । ঘটনার পর থেকে ব্যাপক আতঙ্কে রয়েছেন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষজন ৷
স্থানীয় বাসিন্দারা জানান, গত শুক্রবার রাতে ঘটনার সূত্রপাত । ওই দিন কোনও বিষয় নিয়ে স্থানীয় হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষদের মধ্যে অশান্তি বাধে । তার জেরেই পরের দিন সন্ধ্যায় সংগঠিত হামলা হয় । হামলাকারীরা কুড়ুল ও অস্ত্রসহ গ্রামের হিন্দুদের বাড়িতে চড়াও হয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় বলে অভিযোগ ৷ শিয়ালী গ্রামের একটি মসজিদের মৌলবী হিন্দুদের ধর্মীয় মিছিল বের করার বিরোধিতা করে মানুষদের উস্কে দেওয়াতেই এই ঘটনা ঘটে বলে অভিযোগ ।
স্থানীয় সংবাদমাধ্যম সুত্রে জানা গেছে, বাড়িঘর ও মন্দিরে ভাঙচুরের ঘটনায় শনিবার রাতে তল্লাশি চালিয়ে ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ । ধৃতদের নাম শরিফুল ইসলাম,সম্রাট মোল্লা,মঞ্জুরুল আলম,শরিফুল ইসলাম শেখ,রাণা শেখ,মোমিনুল ইসলাম,অকরম ফকির,শোহেল শেখ,শামিম শেখ ও জমিল বিশ্বাস । এলাকায় উত্তেজনা থাকায় টহল দিচ্ছে পুলিশবাহিনী ।
রবিবার এক ট্যুইট বার্তায় ঘটনার নিন্দা করে বাংলাদেশী লেখিকা তসলিমা নাসরিন লেখেন, ‘আমি ২৯ বছর আগে ‘লজ্জা’ লিখেছিলাম । তাতে আমি বর্ণনা করেছিলাম বাংলাদেশে মুসলিম ধর্মান্ধদের দ্বারা কিভাবে হিন্দুরা নির্যাতিত হচ্ছে । আর সরকার সংখ্যালঘুদের সংরক্ষণ দিতে ব্যার্থ হচ্ছে । এখনও সমানে এই জঘন্য ঘটনা ঘটে যাচ্ছে । গতকাল খুলনাতে ফের হিন্দুদের মন্দির ভাঙচুর করা হল ।’ ট্যুইট বার্তার পাশাপাশি ভাঙচুর হওয়া মূর্তির একটি ছবিও পোস্ট করেন তসলিমা ।।