সেখ মিলন,ভাতার(পূর্ব বর্ধমান),০৭ মার্চ : পূর্ব বর্ধমান জেলার ভাতারের একটি গ্রামে মাঠের মাঝে তাজা বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার ভাতার থানার শালকুনি গ্রামের শ্মশান সংলগ্ন মাঠের মধ্যে পড়ে থাকতে দেখা যায় বেশ কয়েকটি তাজা বোমা । ওই মাঠ দিয়েই কাজে যায় খেতমজুররা, পাশাপাশি গোপালকরা মাঠে গরু চরাতে যান । যদিও বোমা পড়ে থাকার বিষয়টি জানতে পেরে ঠিক সময়ে ঠিক সময়ে পুলিশ ব্যবস্থা নেওয়ায় বরাত জোরে প্রাণে বেঁচে যায় তারা । খবর পেয়ে পুলিশ গিয়ে এলাকাটি ঘিরে রেখে বোম স্কোয়াডকে খবর দেয় । দুপুর নাগাদ ভাতার দমকল বিভাগ, স্বাস্থ্য দপ্তরের কর্মী এবং ভাতার থানার পুলিশের উপস্থিতিতে বোমাগুলি ফাঁকা জায়গায় নিষ্ক্রিয় করে সিআইডি বোম স্কোয়াডের দল ।
স্থানীয় সূত্রে খবর,ভাতারের সাহেবগঞ্জ-১ অঞ্চলের শালকুনি গ্রামের শ্মশান সংলগ্ন এলাকায় বেশ কয়েকটি তাজা বোমা পড়ে ছিল । গোপন সূত্রে খবর পেয়ে ছুটে আসে ভাতার থানার পুলিশ । পুলিশ দেখতে পায় যে মাঠের মাঝে তিনটি তাজা বোমা পড়ে রয়েছে । গ্রামবাসীদের নিরাপত্তা স্বার্থে পুলিশ সঙ্গে সঙ্গে গোটা এলাকা ঘিরে ফেলে । এরপর বোম স্কোয়াড এসে
বোমাগুলিকে নিরাপদ জায়গায় নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করে । এদিকে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চের মধ্যেই মাঠের মাঝে তাজা বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকায় । কে বা কারা এবং কি উদ্দেশ্যে বোমা গুলি মাঠের মাঝে ফেলে রেখেছিল তা তদন্ত করে দেখছে পুলিশ । পাশাপাশি মাঠের মাঝে আরও বোমা পড়ে আছে কিনা তা জানতে পুলিশ তল্লাশি অভিযান শুরু করেছে ।।