এইদিন ওয়েবডেস্ক,কাবুল,০৮ অক্টোবর : শুক্রবার আফগানিস্তানের কুন্দুজ শহরে শিয়া সম্প্রদায়ের একটি মসজিদে প্রার্থনা চলাকালীন বিস্ফোরণ বহু শ্রদ্ধালু হতাহত হয়েছেন । স্থানীয় মিডিয়ার দাবি, বিস্ফোরণে নুন্যতম ৫০ জন মানুষের মৃত্যু হয়েছে । আহত হয়েছেন শতাধিক মানুষ । ঘটনার পর তালিবানের মুখপাত্র তথা তথ্য ও সংস্কৃতি মন্ত্রী জাবিউল্লাহ মুজাহিদ একটি বিবৃতি জারি করে বলেন, ‘এদিন দুপুরে কুন্দুজ শহরের খানাবাদ বন্দর এলাকায় শিয়া নাগরিকদের টার্গেট করার জন্য মসজিদে প্রার্থনা চলাকালীন বিস্ফোরণ ঘটানো হয় । ওই বিস্ফোরণে অনেক মানুষ নিহত হয়েছেন । যদিও এখনও পর্যন্ত এই বিস্ফোরণের দায় স্বীকার কেউ করেনি । তবে আইএস- খোরাসানের জঙ্গিরা এই হামলা চালিয়েছে মনে করা হচ্ছে । কারন ইতিপূর্বেও শিয়াদের নিশানা করেছে ওই জঙ্গি সংগঠনটি ।
কুন্দুজের পুলিশ আধিকারিকরা জানিয়েছেন,এদিন জুমার নামাজের কারণে মসজিদে বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়েছিলেন । প্রায় তিন শতাধিক মানুষ প্রার্থনা করতে মসজিদে এসেছিলেন বলে অনুমান পুলিশের । প্রার্থনা চলাকালীন বিস্ফোরণ ঘটে । তার ফলে শতাধিক মানুষ হতাহত হয়েছেন । কুন্দুজ প্রদেশের ডেপুটি পুলিশ প্রধান মোহম্মদ ওবাইদা বলেন, ‘মসজিদে প্রার্থনারতদের অধিকাংশেরই মৃত্যু হয়েছে । একজন আত্মঘাতী বোমারু(suicide bomber) হামলা চালিয়েছে বলে মনে হচ্ছে । সে মসজিদের ভিতরে নামাজীদের মধ্যেই মিশেছিল ।’পাশাপাশি তিনি জানান,ঘটনার তদন্ত শুরু হয়েছে৷।