এইদিন ওয়েবডেস্ক,লুধিয়ানা,২৩ ডিসেম্বর : বৃহস্পতিবার পাঞ্জাবের লুধিয়ানা কোর্ট কমপ্লেক্সের দ্বিতীয় তলার বাথরুমে জোরালো বিস্ফোরণের ঘটনা ঘটল । বিস্ফোরণে ২ জনের মৃত্যু হয়েছে । আহত হয়েছে এক অ্যাডভোকেটসহ আরও ৫ জন । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আদালত চত্বর খালি করে দিয়ে গোটা এলাকা ঘিরে রাখে । আদালত কমপ্লেক্সের দ্বিতীয় তলায় একটি ক্যান্টিন থাকায় রান্নার গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ নাকি পরিকল্পিতভাবে বিস্ফোরণ ঘটেনো হয়েছে তা জানা যায়নি । তবে বাথরুমে বিস্ফোরণের ঘটনা ঘটায় সিলিন্ডার বিস্ফোরণের সম্ভাবনা নেই বলে মনে করা হচ্ছে । আদালতে আইনজীবীদের ধর্মঘটের কারণে ক্যাম্পাসে অন্যান্য দিনের তুলনায় ভিড় অনেকটাই কম ছিল এদিন । তা না হলে হতাহতের সংখ্যা আরও বেশি হত বলে মনে করেছেন স্থানীয় বাসিন্দারা ।
জানা গেছে,আদালতের দ্বিতীয় তলায় প্রায় আটটি কামরা রয়েছে । এদিন দুপুর ১২টা ২২ মিনিট নাগাদ দ্বিতীয় তলায় প্রবল জোরে বিস্ফোরণ হয় । এতটাই জোরে বিস্ফোরণ হয় যে তার শব্দ প্রায় এক কিলোমিটার দূর পর্যন্ত শোনা যায় । বিস্ফোরণের পর ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা আদালত চত্বরে । আদালত ভবনে উপস্থিত মানুষজন ছুটে বাইরে বেড়িয়ে আসেন । উপস্থিত আইনজীবীরা এটিকে বোমা বিস্ফোরণ বলে দাবি করছেন । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
বিস্ফোরণের পর পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নি বলেছিলেন, ‘সামনেই পাঞ্জাব বিধানসভা নির্বাচন । তাই কিছু দেশবিরোধী এই ঘটনা ঘটিয়েছে । সরকার সজাগ রয়েছে । দোষীরা রেহাই পাবে না ।’ অন্যদিকে পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং বলেছেন,’বিস্ফোরণে দু’জনের মৃত্যুর খবর শুনে খুবই খারাপ লাগছে । আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি ।’।