এইদিন ওয়েবডেস্ক,কাবুল,০৬ অক্টোবর : বুধবার টুইট করে কাবুলের জরুরি হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন যে তালিবানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চত্বরে একটি মসজিদে বিস্ফোরণের কারণে ২০ জনকে এই হাসপাতালে আনা হয়েছিল । তাদের মধ্যে দু’জন হাসপাতালে আনার আগেই মারা যান ।তালিবানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কম্পাউন্ডের মধ্যে রয়েছে ওই মসজিদটি । বুধবার যখন মসজিদের ভিতরে বিস্ফোরণটি হয় তখন সেখানে তালিবানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা সেখানে উপস্থিত ছিলেন । যদিও তালিবানের পক্ষ থেকে হতাহতের সঠিক সংখ্যা প্রকাশ করা হয়নি ।
তালিবানের স্বরাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল নাফেহ তাকুর( Abdul Nafeh Takoor) বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন এবং বলেছেন যে এটি মন্ত্রণালয়ের প্রাঙ্গণে একটি উপ-মসজিদে ঘটনাটি ঘটেছে । স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মচারী ও দর্শনার্থীরা নামাজের জন্য এই মসজিদে যেতেন । তবে তিনি বিস্ফোরণে হতাহতের বিষয়ে তিনি কিছু বলেননি ।
প্রসঙ্গত,তালিবান ক্ষমতা ছিনিয়ে নেওয়ার পর থেকেই অশান্ত আফগানিস্তান । নিত্যদিন বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে । তার মধ্যে অধিকাংশ ঘটনা গোপন করে যাচ্ছে তালিবান । গত সপ্তাহে কাবুলে কাজ শিক্ষা কেন্দ্রে বিস্ফোরণে অন্তত ৫৩ জন নিহত ও ১১০ জন আহত হয়েছেন । দিন দুই আগে পশ্চিম কাবুলের পোল-ই সোখতার (Pol-e Sokhta)প্রাঙ্গণে একটি বিস্ফোরণের খবর পাওয়া গেলেও তা খুব বেশি প্রচারে আসেনি ।।