এইদিন ওয়েবডেস্ক,নয়া দিল্লি,০৯ ডিসেম্বর : রহস্যময় বিস্ফোরণের ঘটনা ঘটল দিল্লির রোহিনী আদালতের ১০২ নম্বর ঘরে । বৃহস্পতিবার সকালে এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল ও পুলিশবাহিনী । ঘটনা ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে আদালত চত্বরে । স্থানীয় সুত্রে খবর, এদিন সকাল ১০.৪০ নাগাদ রোহিনী আদালতের ভিতর থেকে প্রবল জোরে বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া যায় । পরে জানা যায় ঘটনাটি ঘটেছে আদালতের ১০২ নম্বর ঘরে ।
এদিকে বিস্ফোরণের পর আদালত চত্বরে উপস্থিত মানুষ নিরাপদ জায়গায় ছুটে পালানোর চেষ্টা করে । কার্যত হুড়োহুড়ি পড়ে যায় আদালত চত্বরে । যদিও বিস্ফোরণে কোনও হতাহতের খবর নেই ।
খবর পেতেই পুলিশ ও দমকলবাহিনী ঘটনাস্থলে ছুটে আসে । তাঁরা বিস্ফোরণের উৎস সন্ধান শুরু করেন । বর্তমানে আদালতে মামলার শুনানি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানা গেছে । ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশবাহিনী । বাড়ানো হয়েছে নিরাপত্তা । পরে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশের শীর্ষ আধিকারকরা । যদিও এই ঘটনায় পুলিশের তরফ থেকে কোনও বিবৃতি দেওয়া হয়নি । ল্যাপটপের ব্যাটারি বিস্ফোরণের কারণেই এই ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের অনুমান ।।