এইদিন ওয়েবডেস্ক,কান্দাহার,২১ মার্চ : আআফগানিস্তানের কান্দাহারে কাবুল ব্যাংকের সামনে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে । বিস্ফোরণে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে এবং ২০ জনেরও বেশি আহতকে এই প্রদেশের মিরওয়াইস সেমিনারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে । আজ বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে কান্দাহার শহরের প্রথম জেলার শাহিদান চত্বরে ২ হামেলে বিস্ফোরণটি ঘটে।
সূত্রের খবর , বর্তমানে কান্দাহার প্রদেশের হাসপাতাল কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রয়েছে এবং তালেবানরা সেই হাসপাতালের টেলিফোন অ্যান্টেনাও কেটে দিয়েছে । তালেবান জঙ্গিদের জমায়েতের মধ্যে এই বিস্ফোরণটি ঘটেছিল যারা তাদের বেতন সংগ্রহ করতে কাবুল ব্যাংকে গিয়েছিল বলে জানা গেছে ।এখন পর্যন্ত এই বিস্ফোরণের ধরন সম্পর্কে কোনো প্রতিবেদন পাওয়া যায়নি । কোনো গোষ্ঠী এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি । তালেবানরা এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। প্রায় দুই বছর আগে, কান্দাহারে একটি শিয়া মসজিদকে লক্ষ্য করে বিস্ফোরণে ৩০ জনেরও বেশি মানুষ নিহত এবং অন্তত ৯০ জন আহত হয় ।।