এইদিন ওয়েবডেস্ক,চট্টগ্রাম,০৫ মার্চ : বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি অক্সিজেন প্লান্টে বিস্ফোরণের ঘটনায় অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে আরও ৩০ জন । ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সীতাকুণ্ডের কদমরসুল (কেশবপুর) এলাকার সীমা অক্সিজেন অক্সিকো লিমিটেডের প্লান্টে শনিবার বিকেলে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে । বিস্ফোরণ এতটাই তীব্র ছিল বিস্ফোরণ স্থল থেকে প্রায় দু’কিমি এলাকার ঘরবাড়িতে মৃদ্যু কম্পন অনুভূত হয় । সেই সময় প্লান্টটিতে ৩০ থেকে ৪০ জন কর্মরত ছিল । তাদের মধ্যে অন্তত ছয়জন নিহত হয়েছেন। গুরুতর আহত ৩০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে,১১ জনকে বার্ন ইউনিটে স্থানান্তরিত করা হয়েছে । কয়েকজনের অবস্থা গুরুতর । সেই কারনে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।
এদিকে বিকেল সাড়ে ৪ টার দিকে এই বিস্ফোরণের পর আগ্রাবাদ, কুমিরা ও সীতাকুণ্ড থেকে দমকলের ৯ টি ইউনিট গিয়ে দুই ঘণ্টার তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনে । ঘটনাস্থলে যায় সেনাবাহিনী, র্যাব, পুলিশ, নৌবাহিনীসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা ।
তবে কারখানায় বিস্ফোরণের কারণ স্পষ্ট নয় । বিস্ফোরণ কাণ্ডের তদন্তের জন্য সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন । কমিটিকে পাঁচ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে ।।