দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),১১ ডিসেম্বর : পথ দূর্ঘটনায় কেউ আহত হলে তাঁকে বাঁচানোর দায়িত্ব বর্তায় মূলত সংশ্লিষ্ট এলাকার ট্রাফিক পুলিশ, ভিলেজ পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার্সদের উপর । তাঁরা আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান । ওই সমস্ত পুলিশ কর্মীদের তৎপরতায় প্রাণ বাঁচে দূর্ঘটনাগ্রস্থ মানুষের । কিন্তু অনেক ক্ষেত্রে হাসপাতাল অনেকটা দূরে থাকায় দূর্ঘটনায় জখমের চিকিৎসা শুরু হতে অনেকটা বিলম্ব হয়ে যায় । তার ফলে আহতের প্রাণ সংশয় পর্যন্ত হয়ে যায় । এই পরিস্থিতিতে কর্তব্যরত পুলিশ কর্মীরা যাতে দূর্ঘটনায় জখম ব্যক্তির প্রাথমিক চিকিৎসা পরিষেবা দিতে পারে সেই লক্ষ্যে একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানায় ।
শনিবার কাটোয়া থানায় আয়োজিত এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত হয়েছিলেন অভিজ্ঞ চিকিৎসকরা । তাঁরা শেখালেন দূর্ঘটনায় জখম মানুষের প্রাথমিক চিকিৎসা কিভাবে করতে হয় । কিভাবে হাসপাতালে নিয়ে যেতে হয় দূর্ঘটনায় আহতদের । হাতেকলমে প্রশিক্ষণ নিলেন সিভিক ভলেন্টিয়ার্স,ভিলেজ পুলিশ ও ট্রাফিক পুলিশ মিলে কাটোয়া থানার প্রায় ৫০ জন পুলিশকর্মী । এই প্রশিক্ষণের ফলে এলাকায় দূর্ঘটনায় মৃত্যুর হার অনেকটাই রোধ করা যাবে বলে মনে করছেন অভিজ্ঞমহল । পুলিশ কর্মীদের মধ্যে এই ধরনের প্রশিক্ষণ পূর্ব বর্ধমান জেলার মধ্যে এই প্রথম ।।