এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২০ নভেম্বর : বুথ ফেরত সমীক্ষায় মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড বিধানসভার ভোটে বিজেপি-নেতৃত্বাধীন মহাযুতি জোট ক্ষমতায় আসতে চলেছে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে । বুথ ফেরত সমীক্ষায় দু’রাজ্যেই বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি নেতৃত্বাধীন মহাযুতি জোটের ক্ষমতা দখলের ইঙ্গিত দেওয়া হয়েছে অধিকাংশ সমীক্ষায়।
নিউজ ২৪ চানক্য স্ট্রাটেজিসের সমীক্ষা অনুযায়ী, মহারাষ্ট্রের ২৮৮ টি আসনের মধ্যে বিজেপির জোট ১৫২-১৬০ টি আসন পেতে পারে । যেখানে বিজেপি ৯০, শিবসেনা ৪৮, এনসিপি ২২ এবং অনান্যরা ২ টি আসন পেতে পারে । অন্যদিকে কংগ্রেসের মহা বিকাশ আঘাদি (এমভিএ) পেতে পারে ১৩০-১৩৮ টি আসন(কংগ্রেস ৬৩,শিবসেনা -ইউ ৩৫, এনসিপি-এস ৪০) । অনান্য ৬-৮ আসন পেতে পারে । ম্যাজিক ফিগার ১৪৫ । অর্থাৎ মহারাষ্ট্রে বিজেপি জোটের ক্ষমতায় ফিরে আসা একপ্রকার নিশ্চিত বলে মনে করা হচ্ছে ।
হিন্দুস্থান টাইমসের সমীক্ষা অনুযায়ী, মহারাষ্ট্রের ২৮৮ টি আসনের মধ্যে বিজেপির জোট ১৮২ টি আসন পেতে পারে । সেখানে কংগ্রেসের জোট ৯৭ এবং অনান্যরা ৯ টি আসন পেতে পারে বলে অনুমান।
নিউজ ১৮-ম্যাট্রিক্সের সমীক্ষায় বিজেপি+ ১৫০-১৭০, কংগ্রেস+ ১১০-১৩০ এবং অনান্য ৮-১০।
পি মার্গের সমীক্ষা : বিজেপি+ ১৩৭-১৫৭, কংগ্রেস+ ১২৬-১৪৬ এবং অনান্য ২-৮ । পিউপল পালসের সমীক্ষা : বিজেপি+ ১৭৫-১৯৫, কংগ্রেস+ ৮৫-১১২ এবং অনান্য ৭-১২ । ইলেকট্ররাল এজ-এর সমীক্ষা : বিজেপি+ ১১৮,কংগ্রেস+ ১৫০ এবং অনান্য ২০ । পোল ডাইরির সমীক্ষা : বিজেপি+ ১২২-১৮৬,কংগ্রেস+ ৬৯-১২১ এবং অনান্য ১২-২৯ ।
অন্যদিকে ঝাড়খণ্ডে নিউজ ১৮-ম্যাট্রিক্সের সমীক্ষায় বিজেপি+ ৪২-৪৭,কংগ্রেস+ ২৫-৩০ এবং অনান্য ০১-০৪ টি আসন পেতে পারে বলে অনুমান । পিউপল পালসের সমীক্ষা : বিজেপি+ ৪৪-৫৩,কংগ্রেস+ ২৫-৩৭ এবং অনান্য ৫-৯ আসন । জেভিসির সমীক্ষায় বিজেপি+ ৪০-৪৪, ,কংগ্রেস+ ৩০-৪০ এবং অনান্য ১ টি আসন পাবে বলে অনুমান করা হয়েছে । ঝাড়খণ্ডের মোট ৮১ টি আসন এবং ম্যাজিক ফিগার হল ৪১ । অর্থাৎ,ঝাড়খণ্ড কংগ্রেস-জেএমএম এর হাতছাড়া হতে চলেছে বলে সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছে । নির্বাচনী কর্মকর্তাদের মতে, আজ বুধবার দু’রাজ্যের ভোটে ৯.৭ কোটিরও বেশি ভোটার অংশগ্রহণ করেছেন ৷।