এইদিন ওয়েবডেস্ক,পাণ্ডবেশ্বর(পশ্চিম বর্ধমান),২৯ জানুয়ারী : পথদুর্ঘটনার জেরে শনিবার রণক্ষেত্রের চেহারা নেয় পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর থানার খোট্টাদিঘি এলাকা। এক বাইক আরোহীকে ইসিএলের একটি ডাম্পার ধাক্কা দেওয়ার ঘটনা ঘিরে ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকাবাসী। তারা একাধিক গাড়িতে ভাঙচুর চালান । জানা যায়, খোট্টাডিহি গ্রামেরই বাসিন্দা সোমনাথ ঘোষ বাইক নিয়ে এলাকায় একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন । পাণ্ডবেশ্বর দিক থেকে আসা ইসিএলের একটা ডাম্পারের সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষ হঢ়। গুরুতর ভাবে জখম হন সোমনাথ বাবু । খবর পেয়ে স্থানীয়রা জড়ো হন। উত্তেজিত জনতা ব্যাপকভাবে ভাঙচুর চালায় ইসিএলের গাড়িগুলিতে।প্রায় আট থেকে দশ টি গাড়িতে ব্যাপক ভাঙচুর করা হয় বলে অভিযোগ । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এর আগেও সকালের দিকে ইসিএলের গাড়ির ধাক্কায় এক মহিলা আহত হন। তখন স্থানীয়দের সঙ্গে আলোচনায় ঠিক হয় ইসিএলের গাড়িগুলি সতর্কভাবে চালানো হবে।কিন্তু অসতর্কতার জন্যই আবারও এই দুর্ঘটনা বলে অভিযোগ এলাকাবাসীর।
উত্তেজনা চরম আকার নিলে পাণ্ডবেশ্বর থানা থেকে বিশাল পুলিশ বাহিনী পৌছায়। পুলিশ স্থানীয়দের বোঝানোর চেষ্টা করে। তারপর পুলিশ বাহিনী উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে দেয়। আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে ।।