এইদিন ওয়েবডেস্ক,ইংরেজবাজার(মালদা),২৬ অক্টোবর : নিখোঁজ ব্যক্তির ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল মালদা জেলার ইংরেজবাজার থানা এলাকায় । পুলিশ জানিয়েছে, মৃতের নাম জয়দেব শীল (৩৫) । তাঁর বাড়ি ইংরেজবাজার থানার কোঠাবাড়ী এলাকায় । মঙ্গলবার সকালে ইংরেজবাজার থানার বাগবাড়ি বাঁধ এলাকা থেকে তাঁর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে পুলিশ । এদিন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত করা হয় । মৃতের পরিবারের দাবি কেউ বা কারা তাকে খুন করেছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
জানা গিয়েছে, কোঠাবাড়ী এলাকার বাসিন্দা জয়দেব শীল স্থানীয় একটি সেলুনে কাজ করতেন । সোমবার বিকেল বেলায় তিনি বাড়ি থেকে বের হয়েছিলেন । তারপর রাত গড়িয়ে গেলেও তিনি বাড়ি না ফিরলে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু তাঁর কোনও সন্ধান পাওয়া যায়নি । শেষে এদিন সকালে ইংরেজবাজার থানার বাগবাড়ি এলাকার বাঁধের ওপরে জয়দেবের
ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে পুলিশ । মৃতদেহের পকেট থেকে জনৈক ছোটন হালদার নামে এক ব্যক্তির আধার কার্ড উদ্ধার হয়েছে বলে পুলিশ সুত্রে খবর । কিভাবে আধার কার্ডটি মৃত ব্যক্তির পকেটে গেলে ও এই ঘটনার সঙ্গে কোনও সম্পর্ক আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ ।
এদিকে ছোটন হালদারের স্ত্রী জানিয়েছেন, তাঁর স্বামী বর্তমানের পুরাতন মালদার একটি বেকারিতে কাজে যুক্ত রয়েছেন ।লোন নেওয়ার জন্য সোমবার তিনি তাঁর স্বামীর আধার কার্ডটি জয়দেবকে দিয়েছিলেন । এরপর এদিন সকালে শুনতে পান এই ঘটনা ঘটেছে ।।