প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০৭ নভেম্বর : রাস্তার পাশের ঝোপের মধ্য থেকে উদ্ধার হল অজ্ঞাতপরিচয় এক মহিলার অর্ধদগ্ধ মৃতদেহ । এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার সাতসকালে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পূর্ব বর্ধমানের জামালপুর থানার বেরুগ্রাম অঞ্চলের হৈবতপুর গ্রামে। খবর পেয়ে জামালপুর থানার পুলিশ ঘটনাস্থলে তদন্তে গিয়ে মৃতদেহ ও তার আশপাশ খতিয়ে দেখে।পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠায় । স্থানীয়রা মনে করছেন, দুস্কৃতিরা মহিলাকে অন্য কোথাও খুন করেছে ।পরে প্রমাণ লোপাটের জন্য রাতের অন্ধকারে মৃতদেহ হৈবতপুর গ্রামের নির্জন জায়গায় এনে আগুন লাগিয়ে দিয়ে পালিয়েছে ।
হৈবতপুর গ্রামের বাসিন্দাদের কথায় জানা গিয়েছে , এদিন সকালে গ্রামের কিশোর বিল্টু পোড়েল হাঁটতে বেরিয়ে মৃতদেহ পুড়তে দেখে ভয় পয়ে যায় ।সেই ছুটে গিয়ে গ্রামের লোকজনকে ঘটনার কথা জানান । গ্রামের প্রচুর মানুষ ঘটনাস্থলে গিয়ে মহিলার অর্ধদগ্ধ মৃতদেহ দেখতে পাবার পরেই জামালপুর থানায় খবর দেয় । গ্রামের বাসিন্দা দেবাশিষ ঘোষ বলেন,হাতে শাঁখা পালা থাকা দেখে তাঁরা বুঝতে পারেন মৃতদেহটি কোন বিবাহিত মহিলার। কেউ গ্রামের নির্জন জাগায় ওই মৃতদেহ এনে পুড়িয়েছে। অপর গ্রামবাসী সনাতন পাকড়াশি বলেন , সম্ভবত দুস্কৃতিরা মহিলাকে অন্য কোথাও খুন করেছে । পরে প্রমাণ লোপাটের জন্য তারা রাতের অন্ধকারে হৈবতপুর গ্রামের নির্জন জায়গায় মৃতদেহ এনে আগুন লাগিয়ে দিয়ে পালিয়েছে । মৃত মহিলা হৈবতপুর গ্রামের নন বলেও স্থানীয়রা জানিয়েছেন ।
এসডিপিও (বর্ধমান দক্ষিণ) আমিরুল ইসলাম খাঁন জানিয়েছেন, ‘খুনের ঘটনা কিনা তা এক্ষুণি বলা সম্ভব নয় । মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলেই মহিলার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে ।’।