এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৯ অক্টোবর : শ্বশুরবাড়িতে এক গৃহবধুর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার মুস্থুলি গ্রামে । মৃতার নাম গৌরি মাজি(২২) । শুক্রবার কাটোয়া মহকুমা হাসপাতালে এসে বধুর মৃতদেহ দেখতে পান তাঁর বাপের বাড়ির লোকজন । মৃতারববাপের বাড়ির অভিযোগ তাঁকে খুন করা হয়েছে । যদিও এদিন বিকেল পর্যন্ত এনিয়ে থানায় কোনও নির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গেছে । মৃতার বাবা তাপস মাজি জানিয়েছেন মেয়ের অন্ত্যেষ্টিক্রিয়া হয়ে যাওয়ার পর তিনি থানায় অভিযোগ দায়ের করবেন । এদিকে ঘটনার পর থেকেই পলাতক গৌরিদেবীর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন । পুলিশ মৃতার স্বামী ছোটন মাজির সন্ধান চালাচ্ছে ।
জানা গেছে,কেতুগ্রামের খাড়ুল গ্রামে বাড়ি তাপস মাজির । তাঁর তিন মেয়ে । বড় গৌরি । মুস্থুলি গ্রামের বাসিন্দা ছোটন মাজির সঙ্গে ফেসবুকে আলাপ ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠেছিল । বছর দেড়েক আগে বাড়ি থেকে পালিয়ে ছোটনকে বিয়ে করেন গৌরি । তাপসবাবু জানান, এদিন সকালে খবর পান তাঁর মেয়ে গলায় ফাঁস দিয়েছিল । তারপর তাকে কাটোয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে । খবর পেয়েই তড়িঘড়ি তাঁরা হাসপাতালে আসেন । তখন তাঁরা মেয়ের মৃতদেহ পড়ে থাকতে দেখতে পান । এদিকে তাঁরা আসার আগেই তাঁর জামাই ও তার বাড়ির লোকজন পালিয়ে যায় বলে তিনি জানান
তাপসবাবুর দাবি,তাঁর মেয়েকে খুন করা হয়েছে । তবে খুনের কারন নিয়ে লতিনি স্পষ্ট করে কিছু জানাতে পারেননি । পুলিশ জানিয়েছে, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে ।।