এইদিন ওয়েবডেস্ক, পূর্ব বর্ধমান, ২০ অক্টোবর: আচমকা মাটি থেকে উদগীরণ হতে শুরু করল সাদা ধোঁওয়া সদৃশ রাশি রাশি ফেনা । নিমেষের মধ্যে তা বড়সড় স্তুপের আকার ধারন করল । আর তা দেখতেই কাতারে কাতারে ভিড় জমছে এলাকায় । বুধবার বিকেলে বর্ধমানের ২ নং জাতীয় সড়কের পাশে মেটেল ডিভিসির সেচ ক্যানেলর বাঁধ থেকে হঠাৎ দেখা যায় বের হচ্ছে ফেনা। সাদা ধোঁয়ার আকৃতি নিয়ে প্রকাণ্ড আকার ধারন করতে থাকে।পথচলতি মানুষের নজরে পড়ে।
দেখুন ভিডিও :
হকচকিয়ে যান এলাকার মানুষ।ফেনার মত ওই আশ্চর্য জিনিস দেখতে ভিড় জমান এলাকার মানুষ। স্থানীয়রা জানান এদিন বিকাল পাঁচটা নাগাদ ডিভিসির বাঁধের পাড়ের একটি অংশ থেকে ধোঁয়ার মত ওই ফেনা নির্গত হতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই তার আকার বাড়তে শুরু করে। গাছপালা ঢাকা দিয়ে বড় আকার ধারন করে।স্থানীয়রা তারাই খবর দেয় বর্ধমান থানায়। বর্ধমান থানার পুলিশ এসে এলাকা ঘিরে রেখেছে। তবে এই ফেনার পাহাড়ের রহস্য কি তা জানার অপেক্ষায় বর্ধমানবাসী।।